• শনিবার, ১৮ মে ২০২৪, ০৫:৫৪ অপরাহ্ন |
  • English Version

কিশোরগঞ্জের ১১ উপজেলায় সরকারী চাল ও টাকা বিতরণ

কিশোরগঞ্জের ১১ উপজেলায় সরকারী চাল ও টাকা বিতরণ

 # মোস্তফা কামাল #

বর্তমান পরিস্থিতিতে শ্রমজীবী মানুষের কাজ বন্ধ হয়ে গেছে। তারা চরম খাদ্য ও অর্থ সঙ্কটে পড়েছেন। তাদের মধ্যে সরকারী উদ্যোগে বিভিন্ন উপজেলায় চাল ও নগদ টাকা বিতরণ করা হচ্ছে। বুধবার জেলার ১১ উপজেলায় চাল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ১১৮টি পরিবারকে ১০ কেজি করে মোট এক টন ১৮০ কেজি চাল ও ২৭ হাজার ৭৩০ টাকা, হোসেনপুরে ৪০টি পরিবারকে ৪০০ কেজি চাল ও ১১ হাজার টাকা, পাকুন্দিয়ায় ৯০টি পরিবারকে ৯০০ কেজি চাল ও ১৯ হাজার ৮০০ টাকা, কটিয়াদীতে ৩০টি পরিবারকে ৩০০ কেজি চাল ও ৮ হাজার ২৫০ টাকা, করিমগঞ্জে ৫৪টি পরিবারকে ৫৪০ কেজি চাল ও ১৪ হাজার ৮৫০ টাকা, ইটনায় ১২০টি পরিবারকে এক টন ২০০ কেজি চাল ও ৩১ হাজার ৮০০ টাকা, মিঠামইনে ১৪০টি পরিবারকে এক টন ৪০০ কেজি চাল ও ৩৮ হাজার ৫০০ টাকা, অষ্টগ্রামে ৮০টি পরিবারকে ৮০০ কেজি চাল ও ২০ হাজার টাকা, নিকলীতে ১১১টি পরিবারকে এক টন ১১০ কেজি চাল ও ৩০ হাজার ৫২৫ টাকা, বাজিতপুরে ১২০টি পরিবারকে এক টন ২০০ কেজি চাল ও ৩৩ হাজার টাকা এবং ভৈরবে ১৫০টি পরিবারকে এক টন ৫০০ কেজি চাল ও ৩৪ হাজার ৫০০ টাকা প্রদান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *