• সোমবার, ২০ মে ২০২৪, ১১:৩২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিকলীতে রাত পোহালেই ভোট, মোটরসাইকেল ও আনারসের মাঝে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস র‌্যাব হেফাজতে গৃহবধূর মৃত্যু ভৈরবের ৪ র‌্যাব সদস্যসহ নান্দাইলের এক এসআই প্রত্যাহার কুলিয়ারচর উপজেলা পরিষদ নির্বাচনে আবুল হোসেন লিটন বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ায় বিএনপির যুবদল নেতাকে কারণ দর্শানোর নোটিশ বাজিতপুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে মার্কা বিতরণ করিমগঞ্জে বারঘড়িয়া ফাজিলখালী ইসলামিয়া দাখিল মাদরাসায় ৪ তলা নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন ক্যাম্পে এক নারীর মৃত্যুতে র‌্যাব কর্মকর্তা প্রত্যাহার কিশোরগঞ্জে ভোক্তা অধিকার আইন বাস্তবায়নে সেমিনার ঐতিহ্যবাহী লাঠিখেলার এখন চলছে দুর্দিন র‌্যাবের হেফাজতে নারীর মৃত্যু সুরতহাল কেউ জানাচ্ছেন না

অষ্টগ্রামে কোভিড-১৯ ভ্যাকসিন প্রয়োগের অনুষ্ঠানিক উদ্বোধন

অষ্টগ্রামে কোভিড-১৯ ভ্যাকসিন
প্রয়োগের অনুষ্ঠানিক উদ্বোধন

# মো. আল আমিন টিটু :-

কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে প্রথম টিকা নিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ। এর মাধ্যমে কোভিড-১৯ ভ্যাকসিন প্রয়োগের অনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। আজ ৭ ফেব্রুয়ারি রোববার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে করোনার টিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য (কিশোরগঞ্জ-৪) রেজওয়ান আহাম্মদ তৌফিক। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম জেমস, উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল আলম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ফজলুল হক হায়দারী বাচ্চু, সরকারি রোটারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোজতবা আরিফ খান।
জানাগেছে, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রথম পর্বে পাঠানো ৫ হাজার ২৮টি ভ্যাকসিন ডোজ ৬ ফেব্রুয়ারি শনিবার জেলা সিভিল সার্জনের মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে পৌঁছে। আর এসব ডোজ প্রয়োগের জন্য ২২ জন স্বাস্থ্যকর্মী এবং ৪৪ জন স্বেচ্ছাসেবককে আগেই প্রশিক্ষণ দেয়া হয়েছে। এছাড়াও ভ্যাকসিনের জন্য গেল দুই দিনে অনলাইনে দুই শতাধিক ব্যক্তি আবেদন করেছেন। আগামী দুই সপ্তাহের মধ্যে তাদেরকে এই টিকা দেয়া হবে।
ভয়কে জয় করতে প্রথমে নিজের শরীরেই কোভিড-১৯ ভ্যাকসিন প্রয়োগ করার কথা জানিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ বলেন, একজন মানুষের শরীরে দু’টি ধাপে এই ভ্যাকসিন প্রয়োগ করা হবে। ফলে আমরা ৫ হাজার ২৮টি ভ্যাকসিন ডোজ দুই হাজার পাচঁ শতাধিক মানুষের শরীরে প্রয়োগ করতে পারবো। তিনি আরও জানান, তার শরীরে ভ্যাকসিন নেবার পর কোন রকম পরিবর্তন আসেনি। স্বাভাবিকই মনে হচ্ছে। তাই আমি আশা করবো অনলাইনে আবেদনকারী সবাই ভ্যাকসিন নিতে আগ্রহী হবেন।
এ প্রসঙ্গে জানতে চাইলে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক জানান, সারা দেশের মতো হাওর উপজেলা অষ্টগ্রামেও কোভিড-১৯ ভ্যাকসিন প্রয়োগের অনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। যদিও অনেকে মনে ভয়-ভীতি ছিল, আজকের পর থেকে আর কারো মনে কোন দ্বিধা-দ্বন্দ্ব থাকবে না। ফলে হাওরের মানুষজন নিজ উদ্যোগেই ভ্যাকসিন নিতে আসবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *