• রবিবার, ১৯ মে ২০২৪, ০৮:৪৭ পূর্বাহ্ন |
  • English Version

কিশোরগঞ্জে ২৫ মার্চের আলোচনা ও গীতিনাট্য

২৫ মার্চ গণহত্যা দিবসে আলোচনা করছেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। - পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে ২৫ মার্চের
আলোচনা ও গীতিনাট্য

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জে যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে ২৫ মার্চ গণতহ্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে জেলা শিল্পকলা মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও গীতিনাট্য ‘গণহত্যা একাত্তর’ মঞ্চায়নের আয়োজন করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান ও জেলা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা কামাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রে উবায়দুর হমান সাহেল।একতা নাট্য গোষ্ঠীর মঞ্চায়নে ‘গণহত্যা একাত্তর’ গীতিনাট্যের একটি দৃশ্য। – পূর্বকণ্ঠ

বক্তাগণ বলেন, একাত্তরে পাকিস্তানি শাসক গোষ্ঠীর চক্রান্তের কারণে রাজনৈতিক পরিস্থিতি দিন দিনই জটিল হচ্ছিল, উত্তপ্ত হচ্ছিল। এরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন রেসকোর্স ময়দানে ৭ মার্চ জীবনের শ্রেষ্ঠ ভাষণে স্বাধীনতার ডাক দিয়ে দেশবাসীকে প্রস্তুতি নেয়ার আহবান জানিয়েছিলেন। এর পর যখন হানাদার বাহিনী ২৫ মার্চ কালরাত্রিতে রাজারবাগ পুলিশ লাইন, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পিলখানাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় অপারেশন সার্চলাইটের নামে নির্বিচার গণহত্যা চালায়, তখনই ২৬ মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণা প্রদান করেন। ওই রাতেই বঙ্গবন্ধুকে পাকিস্তানিরা গ্রেফতার করে পাকিস্তানের কারাগারে বন্দি রাখে। আর বাঙালী জাতি ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে দেশকে শত্রুমুক্ত করতে সক্ষম হয়। জাতির জন্য স্বাধীনতা দিবস আর বিজয় দিবস আনন্দের হলেও ২৫ মার্চ একটি বিষাদময় দিবস। বক্তাগণ জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ২৫ মার্চের শহীদসহ মুক্তিযুদ্ধের সকল শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। এরপর একতা নাট্য গোষ্ঠীর প্রযোজনায় মানস করের পরিচালনায় মঞ্চস্থ হয় গীতিনাট্য ‘গণহত্যা একাত্তর’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *