• রবিবার, ১৯ মে ২০২৪, ০৩:২৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজ রোভার গ্রুপ বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন কিশোরগঞ্জে পুকুর রক্ষার দাবিতে মহিলা পরিষদ মানববন্ধন করেছে আস্থা-৯৩ ফাউন্ডেশনের হুইল চেয়ার বিতরণ ভৈরবে র‌্যাব ক্যাম্পে নারীর মৃত্যু নিয়ে ধোঁয়াশা যেন কাটছে না, থানায় অপমৃত্যু মামলা নবীনগরে ডা. শাহ আলম ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ভৈরবে মেঘনা লাইফের মৃত্যুদাবির চেক প্রদান “হেলমেট নাই যার তেল নাই তার” বাস্তবায়নে মাঠে নেমেছে ভৈরব হাইওয়ে পুলিশ ভৈরবে র‌্যাবের হাতে আটক নারীর মৃত্যু খরা আর শিলাবৃষ্টির হানা বেপারিদের মাথায় হাত মোকাররম শোকরানা শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান

ভৈরব পৌরসভার নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ

ভৈরব পৌরসভার
নব-নির্বাচিত মেয়র ও
কাউন্সিলরদের
শপথ গ্রহণ

# মিলাদ হোসেন অপু :-

ভৈরব পৌরসভার নব-নির্বাচিত মেয়র আলহাজ্ব ইফতেখার হোসেন বেনু ও কাউন্সিলরদের শপথ গ্রহণ আনুষ্ঠানিভাবে সম্পন্ন হয়েছে। আজ ২২ মার্চ সোমবার বেলা ১১টায় ঢাকা বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে এ শপথ গ্রহণ সম্পন্ন হয়। শপথ বাক্য পাঠ করান ঢাকা বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান। এ সময় ভৈরব পৌর শহরের ১২টি ওয়ার্ডের ১২ জন কাউন্সিলর ও ৪ সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলরও শপথ গ্রহণ করেন।
জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি ভৈরব পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে আওয়ামী লীগের সমর্থিত নৌকা প্রতীকের আলহাজ্ব ইফতেখার হোসেন বেনু বিপুল ভোটে বিজয় লাভ করেন এবং ১২টি ওয়ার্ডের ১২ জন কাউন্সিলরসহ ৪ সংরক্ষিত মহিলা কাউন্সিলর নির্বাচিত হন। তারা হলেন, ১নং ওয়ার্ড কাউন্সিলর মো. আল-আমিন (সৈকত), ২নং ওয়ার্ড কাউন্সিলর মো. দ্বীন ইসলাম, ৩নং ওয়ার্ড কাউন্সিলর মমিনুল হক রাজু, ৪নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল হক শিমুল, ৫নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মো. ফজলু মিয়া, ৬নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মিন্টু মিয়া, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আলী সোহাগ, ৮নং ওয়ার্ড কাউন্সিলর হাবিবুল্লাহ নিয়াজ, ৯নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মো. মোমেন, ১০নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মো. মনির হোসেন, ১১নং ওয়ার্ড কাউন্সিলর মো. মানিক মিয়া ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মো. ইব্রাহিম মিয়া।
৪ সংরক্ষিত মহিলা কাউন্সিলরগণ হলেন, ১, ২ ও ৩নং ওয়ার্ড কাউন্সিলর মোছা. আছমা বেগম, ৪, ৫ ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর রোজী ইসলাম, ৭, ৮ ও ৯নং ওয়ার্ড কাউন্সিলর মোছা. শামীমা পারভেজ শিমু এবং ১০, ১১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর অ্যাড. মৌসুনা বাবুল বেলা।
এ বিষয়ে ভৈরব পৌরসভার সচিব মো. দুলাল উদ্দিন জানান, আজ সোমবার নব-নির্বাচিত মেয়র ঢাকা বিভাগীয় কমিশনারের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন। আগামী ২৫ মার্চ আলহাজ্ব জিল্লুর রহমান পৌর মিলনায়তনে বর্তমান মেয়র বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছ মহোদয় নব-নির্বাচিত মেয়র আলহাজ্ব ইফতেখার হোসেন বেনু মহোদয়ের হাতে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করবেন ও ওইদিন থেকেই নব-নির্বাচিত মেয়র আলহাজ্ব ইফতেখার হোসেন বেনু নিয়মিত পৌরসভার কার্যক্রম পরিচালনা করে যাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *