• শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৯:০২ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কিশোরগঞ্জে সেবাইতদের প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত হোসেনপুরে তীব্র গরমে ক্লাসেই অসুস্থ ৩০ শিক্ষার্থী জেমসের টাকা বাড়লেও স্থাবর সম্পদ কমে গেছে, অন্যজনের স্ত্রীর আয় বেশি দলীয় প্রতীকে দুই প্রার্থী দাঁড়িয়েছেন করিমগঞ্জে বিএনপি নেতাদের নির্বাচনী ভিডিও কেন্দ্রের নজরে পাকুন্দিয়ায় মিথ্যা ও সম্মানহানিকর বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করিমগঞ্জে ৮ প্রার্থীর ৪ জনই আওয়ামী লীগের ‘আল্লাহ বাবাকে মাফ কর বাবাকে চিকিৎসা করাও’ ঐতিহ্যের স্মারক রাজশাহী জেলাঐতিহ্যের স্মারক রাজশাহী জেলাপ্রশাসন ২৫২ বছরে পদার্পণ কুলিয়ারচরে চারটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আলম

কিশোরগঞ্জে দখল হচ্ছে নরসুন্দার রক্ষিত জায়গা

কিশোরগঞ্জে (বামে) সীমানা প্রাচীর পেরিয়ে দেয়া হয়েছে টিনের বেড়া। (ডানে) ওয়াকওয়ের বাম পাশে বিদ্যুতের খুঁটি ঘেষে নির্মিত সীমানা প্রাচীরটি এখন নিশ্চিহ্ন। - পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে দখল হচ্ছে
নরসুন্দার রক্ষিত জায়গা

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে নরসুন্দা নদীর পার ঘেঁষে গ্রিল ও পিলার দিয়ে সংরক্ষিত জায়গা দখল করে নিচ্ছেন ব্যবসায়ীরা। ভেঙে ফেলছেন সীমানা নির্ধারণী পিলার ও গ্রিল। পৌর মেয়র মাহমুদ পারভেজও এ ধরনের ভূমিদস্যুতার কথা এ প্রতিনিধির কাছে স্বীকার করেছেন। বিষয়টি জেলা আইন শৃংখলা কমিটির সভায় উত্থাপিত হলে কমিটির সভাপতি জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামীম আলম পৌর কর্তৃপক্ষকে জায়গা উদ্ধারে সহায়তার আশ্বাস দিয়েছেন।
কিশোরগঞ্জ শহরের মাঝখান দিয়ে বয়ে যাওয়া নরসুন্দা নদীটি খনন ও সংস্কারের সময় দুই পাড়ে অসংখ্য অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। পরবর্তীতে যেন আর কেউ নদীর জায়গায় তাদের স্থাপনা সম্প্রসারিত করা বা জায়গা দখল করতে না পারেন, তার জন্য নদীর উভয় তীরে গ্রিলসহ সীমানা নির্ধারণী পিলার স্থাপন করা হয়। পিলারের আর নদীর মধ্যবর্তী জায়গায় নির্মাণ করা হয় ওয়াকওয়ে। কিন্তু অনেক দিন ধরেই কতিপয় ব্যক্তি শিক্ষক পল্লী এলাকা থেকে শুরু করে শহর পর্যন্ত বিভিন্ন জায়গায় নদীর জায়গা দখল করে কিছু অস্থায়ী স্থাপনা নির্মাণ করে যাচ্ছেন। গাছপালা লাগিয়ে বাগান তৈরি করে ফেলছেন। আর সাম্প্রতিক সময়ে কোন কোন জায়গায় সীমানা নির্ধারণী পিলার ও গ্রিল ভেঙে ব্যবসা প্রতিষ্ঠান সম্প্রসারণ করতেও দেখা যাচ্ছে। শহরের গৌরাঙ্গবাজার সেতুর কাছে নদীর তীরে নির্মিত পৌর শিশুপার্ক সংলগ্ন ওয়াকওয়ের পাশে কয়েক জায়গায় গ্রিলসহ সীমানা নির্ধারণী পিলার ভেঙে ফেলা হয়েছে। নির্মাণ করা হচ্ছে বহুতল ভবন। আবার কোথাও কোথাও পিলার ভেঙে টিনের বাউন্ডারি দিয়ে জায়গা দখল করা হচ্ছে।
এ ব্যাপারে পৌরসভার মেয়র মাহমুদ পারভেজকে প্রশ্ন করলে তিনি এই দখলদারিত্ব দেখেছেন এবং এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে প্রশাসনের সহায়তায় উদ্যোগ নেয়া দরকার বলে মনে করেন। রোববার ছিল জেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা। সীমানা পিলার ভেঙে নদীর জায়গা দখলের বিষয়টি সভার আলোচনায় উঠে আসলে সভার সভাপতি জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামীম আলম বলেন, দখল হয়ে যাওয়া জায়গা উদ্ধারের বিষয়ে পৌরসভাকে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন প্রয়োজনীয় সহায়তা দেবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *