• শুক্রবার, ১৭ মে ২০২৪, ১১:১৩ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কিশোরগঞ্জে সেবাইতদের প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত হোসেনপুরে তীব্র গরমে ক্লাসেই অসুস্থ ৩০ শিক্ষার্থী জেমসের টাকা বাড়লেও স্থাবর সম্পদ কমে গেছে, অন্যজনের স্ত্রীর আয় বেশি দলীয় প্রতীকে দুই প্রার্থী দাঁড়িয়েছেন করিমগঞ্জে বিএনপি নেতাদের নির্বাচনী ভিডিও কেন্দ্রের নজরে পাকুন্দিয়ায় মিথ্যা ও সম্মানহানিকর বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করিমগঞ্জে ৮ প্রার্থীর ৪ জনই আওয়ামী লীগের ‘আল্লাহ বাবাকে মাফ কর বাবাকে চিকিৎসা করাও’ ঐতিহ্যের স্মারক রাজশাহী জেলাঐতিহ্যের স্মারক রাজশাহী জেলাপ্রশাসন ২৫২ বছরে পদার্পণ কুলিয়ারচরে চারটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আলম

কিশোরগঞ্জে যুব মহিলা লীগের সম্মেলন সম্পন্ন অচিরেই পূর্ণাঙ্গ কমিটি

বক্তৃতা করছেন কেন্দ্রীয় যুব মহিলা লীগ সভাপতি নাজমা আক্তার। - পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে যুব মহিলা
লীগের সম্মেলন সম্পন্ন
অচিরেই পূর্ণাঙ্গ কমিটি

# নিজস্ব প্রতিবেদক :-

১২ মার্চ শুক্রবার বাংলাদেশ যুব মহিলা লীগ কিশোরগঞ্জ জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বিকালে জেলা শিল্পকলায় উদ্বোধক হিসেবে সম্মেলন উদ্বোধন করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি নাজমা আক্তার। এসময় জাতীয় সঙ্গীতের সঙ্গে নাজমা আক্তার জাতীয় পতাকা ও জেলা কমিটির সভাপতি সালমা হক সংগঠনের পতাকা উত্তোলন করেন। এরপর নাজমা আক্তার ও প্রধান অতিথি কিশোরগঞ্জ-১ আসনের এমপি ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি শ্বেত কপোত অবমুক্ত করেন।
পরে জেলা শাখার সভাপতি সালমা হকের সভাপতিত্বে আলোচনা সভা শুরুর আগে জেলা কমিটির সহ-সভাপতি লুৎফা শারমীনের মৃত্যুতে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। এরপর আলোচনা মঞ্চে অতিথিদের ফুল দিয়ে বরণ করার পর বক্তৃতা করেন নাজমা আক্তার, ডা. জাকিয়া নূর লিপি এমপি, প্রধান বক্তা সংগঠনের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি জাকিয়া পারভীন মনি এমপি, বিশেষ অতিথি জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান, যুব মহিলা লীগের কেন্দ্রীয় সদস্য সৈয়দা মোনালিসা ইসলাম শীলা, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মানছুরা জামান নূতন, যুব মহিলা লীগের কেন্দ্রীয় নেত্রী শামীমা চৌধুুরী মিথিলা, অ্যাডভোকেট শাহনাজ পারভীন, নূর আজিজা সুলতানা, নুসরাত জাহান নাসরিন প্রমুখ।জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন করা হচ্ছে। – পূর্বকণ্ঠ

বক্তাগণ বলেন, যুব মহিলা লীগ বঙ্গবন্ধুর আদর্শে গঠিত একটি সক্রিয় ও কার্যকর সংগঠন। সংগঠনটি জন্মের পর থেকেই রাজপথে কঠিন সময়ে আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করে জামাত-বিএনপি জোট সরকারের পতনকে ত্বরান্বিত করতে সক্ষম হয়। সারা দেশেই যুব মহিলা লীগ অত্যন্ত সমৃদ্ধ ও সক্রিয় সংগঠন। কিশোরগঞ্জের সংগঠনকে আরো গতিশীল করার জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ স্থানীয় নেতৃবৃন্দকে তাগিদ দেন। কেন্দ্রীয় সভাপতি নাজমা আক্তার তার বক্তৃতাশেষে কিশোরগঞ্জ জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করেন এবং অচিরেই ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *