• রবিবার, ১৯ মে ২০২৪, ১০:১২ পূর্বাহ্ন |
  • English Version

ভৈরবে ২৫ মার্চ উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ভৈরবে ২৫ মার্চ উপলক্ষ্যে
প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মিলাদ হোসেন অপু :-

ভৈরবে কালো রাত্রি ভয়াল ২৫ মার্চ উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৯ মার্চ মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় উপজেলা অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানার সভাপতিত্বে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান মনোয়ারা বেগম, ভৈরব থানার অফিসার ইনচার্জ মো. শাহিন, ভৈরব উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সভাপতি আলহাজ্ব মো. হুমায়ুন কবির, ভৈরব প্রেসক্লাব সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ফরহাদ আহমেদ, ভৈরব পৌর আওয়ামী লীগ সভাপতি এসএম বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, ভৈরব রিপোর্টার্স ক্লাব ও ইউনিটি সভাপতি তাজুল ইসলাম তাজ ভৈরবী প্রমুখ।
মতবিনিময় সভা অতিথিবৃন্দ ছাড়াও বক্তব্য রাখেন, দৈনিক পূর্বকণ্ঠ নির্বাহী সম্পাদক মো. আলাল উদ্দিন, ভৈরব সরকারি কেবি পাইলট মডেল হাই স্কুল প্রধান শিক্ষক নূরুল ইসলাম, কমলপুর হাজী জহির উদ্দিন উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ২ লে. অহিদুর রহমানসহ নেতৃবৃন্দ।
আলোচনা সভায় ২৫ মার্চ বিকাল ৫টায় পানাউল্লারচর বধ্যভূমিতে শহীদদের গণকবরে পুস্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন। সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে উপজেলা পরিষদের সামনে মোমবাতি প্রজ্জ্বলন, রাত ৯টায় প্রতীকি ব্ল্যাক-আউট ১ মিনিটের জন্য (কেপিআই/জরুরি স্থাপনা/চলমান যানবাহন ব্যতিত) অন্ধকারাচ্ছন্ন ২৫ মার্চ ভয়াল কালরাত্রি স্মরণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *