• শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৯:৪৬ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কিশোরগঞ্জে সেবাইতদের প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত হোসেনপুরে তীব্র গরমে ক্লাসেই অসুস্থ ৩০ শিক্ষার্থী জেমসের টাকা বাড়লেও স্থাবর সম্পদ কমে গেছে, অন্যজনের স্ত্রীর আয় বেশি দলীয় প্রতীকে দুই প্রার্থী দাঁড়িয়েছেন করিমগঞ্জে বিএনপি নেতাদের নির্বাচনী ভিডিও কেন্দ্রের নজরে পাকুন্দিয়ায় মিথ্যা ও সম্মানহানিকর বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করিমগঞ্জে ৮ প্রার্থীর ৪ জনই আওয়ামী লীগের ‘আল্লাহ বাবাকে মাফ কর বাবাকে চিকিৎসা করাও’ ঐতিহ্যের স্মারক রাজশাহী জেলাঐতিহ্যের স্মারক রাজশাহী জেলাপ্রশাসন ২৫২ বছরে পদার্পণ কুলিয়ারচরে চারটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আলম

শপথ নেয়ার আগেই সেবা দিচ্ছেন ১নং ওয়ার্ড নব-নির্বাচিত কাউন্সিলর আল আমিন সৈকত

শপথ নেয়ার আগেই সেবা দিচ্ছেন
১নং ওয়ার্ড নব-নির্বাচিত কাউন্সিলর
আল আমিন সৈকত

# মিলাদ হোসেন অপু :-

শপথ নেয়ার আগেই সেবা দিচ্ছেন ১নং ওয়ার্ড নব-নির্বাচিত কাউন্সিলর আল আমিন সৈকত। আজ রোববার ৭ মার্চ ভৈরব পৌর শহরের ১নং ওয়ার্ড বাজার এলাকায় অলিতে-গলিতে জমে থাকা ময়লার স্তুপ অপসারণ করেন তিনি।
জানা যায়, গতকাল শনিবার রাতে বছরের প্রথম বজ্রসহ বৃষ্টিপাত হয় ভৈরবে। বন্দর নগরী শহরের প্রাণ কেন্দ্র ভৈরব বাজারে রাস্তার পাশে জমে থাকা পানি ও ময়লারস্তুপ সরানোর জন্য সকাল থেকে বাজার ১নং ওয়ার্ডের নব নির্বাচিত কাউন্সিলর আল আমিন সৈকত নিজ উদ্যোগে ব্যবসায়ী ও পথচারীদের চলাফেরার সুবিধার্থে নিরলসভাবে কাজ করছেন। এসময় ব্যবসায়ীক এলাকা ১নং ওয়ার্ড বাজারে বিভিন্ন এলাকা যেমন, রানীর বাজার, ডালপট্টি, বটতলা রোডসহ বিভিন্ন সড়কে ময়লার স্তুপ সরানোর জন্য নিজ অর্থে তা অপসারণ করেন।
এ বিষয়ে ব্যবসায়ীরা বলেন, শপথ গ্রহণের আগে নব-নির্বাচিত কাউন্সিলর আল আমিন সৈকত নিজ উদ্যোগে ভৈরব বাজার পরিচ্ছন্ন করার বিষয়টি মানুষের হৃদয়কে নাড়া দিয়েছে। আমরা আনন্দিত যে একজন সৎ, নিষ্ঠাবান ও কর্মঠ কাউন্সিলর পেয়েছি। এসময় ব্যবসায়ীরা কাউন্সিলর আল আমিন সৈকতের সার্বিক সফলতা কামনা করেন।
এ বিষয়ে নব-নির্বাচিত কাউন্সিলর আল আমিন সৈকত বলেন, শপথ নিলেই যে মানুষের সেবা করতে হয় তা আমার বোধগম্য নয়। আমি নির্বাচিত কাউন্সিলর হওয়ার আগে থেকেই বাজারের মানুষদের বিভিন্নভাবে সেবা দিয়ে যাচ্ছি। ময়লার স্তুপের কারণে মানুষের চলফেরা, ব্যবসায়ী ও যানচলাচলে নানা সমস্যার সৃষ্টি হচ্ছে। রাস্তার উপর ময়লাস্তুপে অনেক সময় দুর্ঘটনাও ঘটছে। সেবা দেয়া আমার দায়িত্ব। শপথ নেয়ার পর হয়তো অফিসিয়ালভাবে স্বতস্ফুর্তভাবে ওয়ার্ডবাসীকে সেবা দিতে পারবো। এসময় তিনি ভৈরব বাজার ১নং ওয়ার্ডবাসীর কাছে দোয়া ও সহযোগীতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *