• শুক্রবার, ১৭ মে ২০২৪, ১১:৩৮ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কিশোরগঞ্জে সেবাইতদের প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত হোসেনপুরে তীব্র গরমে ক্লাসেই অসুস্থ ৩০ শিক্ষার্থী জেমসের টাকা বাড়লেও স্থাবর সম্পদ কমে গেছে, অন্যজনের স্ত্রীর আয় বেশি দলীয় প্রতীকে দুই প্রার্থী দাঁড়িয়েছেন করিমগঞ্জে বিএনপি নেতাদের নির্বাচনী ভিডিও কেন্দ্রের নজরে পাকুন্দিয়ায় মিথ্যা ও সম্মানহানিকর বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করিমগঞ্জে ৮ প্রার্থীর ৪ জনই আওয়ামী লীগের ‘আল্লাহ বাবাকে মাফ কর বাবাকে চিকিৎসা করাও’ ঐতিহ্যের স্মারক রাজশাহী জেলাঐতিহ্যের স্মারক রাজশাহী জেলাপ্রশাসন ২৫২ বছরে পদার্পণ কুলিয়ারচরে চারটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আলম

ভৈরবের সাদেকপুরে সাফায়েত উল্লাহ’র মতবিনিময় সভা ও গণসংযোগ

ভৈরবের সাদেকপুরে
সাফায়েত উল্লাহ’র
মতবিনিময় সভা
ও গণসংযোগ

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার মৌটুপী গ্রামে নির্বাচনী গণসংযোগ ও মতবিনিময় সভা করেছেন সাদেকপুর ইউপি চেয়ারম্যান সরকার মো. সাফায়েত উল্লাহ। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আজ ৭ মার্চ রোববার দুপুরে সাদেকপুর ইউনিয়নের মৌটুপী গ্রামে স্থানীয় মানুষদের সাথে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল শেষে বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন তিনি। মতবিনিময় সভায় অনুষ্ঠানের মধ্যমণি হিসেবে এলাকাবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন, সাদেকপুর ইউপি চেয়ারম্যান সরকার মো. সাফায়েত উল্লাহ। মতবিনিময় সভাকে কেন্দ্র করে সাদেকপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমর্থকরা সভাস্থলে যোগ দেয়। এসময় হাজার হাজার মানুষের সমাগমের সভাস্থলটি সাধারণ মানুষের মিলনমেলায় পরিনত হয়।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মৌটুপী গ্রামের মুরব্বি মাওলানা তমিজ উদ্দিন ফারুকী, হাজী মো. জয়নাল আবেদীন মাস্টার, মাওলানা মাহবুবুর রহমান প্রমুখ। কোরআন থেকে তেলাওয়াত করেন মৌটুপী গ্রামের উদীয়মান যুবক মো. আল আমিন সরকার এবং দোয়া মাহফিল পরিচালনা করেন মৌটুপী গ্রামের মুরব্বি ও হালিমা সাদিয়া মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি আবু মূছা।মতবিনিময় সভা শেষে বর্তমান ইউপি চেয়ারম্যান সরকার মো. সাফায়েত উল্লাহ তাঁর সমর্থকদের নিয়ে বিভিন্ন গ্রামে গ্রামে গণসংযোগ করেন।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, দলমত নির্বিশেষে মৌটুপী গ্রামসহ বিভিন্ন গ্রামের মানুষজন এক হয়েছে। তারা বলেন, একজন ভালো মানুষকে আমরা চেয়ারম্যান হিসেবে পেয়েছি। আগামীতেও আমরা সরকার মো. সাফায়েতকে চেয়ারম্যান নির্বাচিত করে সাধারণ মানুষের আশার প্রতিফলন ঘটাতে চায়। এসময় তারা নৌকার মাঝি হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন দেয়ার জন্য স্থানীয় সংসদ সদস্যসহ উপজেলার সিনিয়র নেতাকর্মীদের প্রতি আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *