• শনিবার, ১৮ মে ২০২৪, ১০:০৬ অপরাহ্ন |
  • English Version

হত্যা মামলায় কিশোরগঞ্জে ছেলের ফাঁসি, মা-বাবাসহ ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড

কিশোরগঞ্জে দণ্ডিত আসামিদের আদালত থেকে কারাগারে নেয়া হচ্ছে। - পূর্বকণ্ঠ

হত্যা মামলায় কিশোরগঞ্জে
ছেলের ফাঁসি, মা-বাবাসহ
৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে একটি হত্যা মামলার রায়ে ছেলের ফাঁসি এবং মা-বাবাসহ ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। একই সঙ্গে ফাঁসির আসামির দুই লাখ টাকা, বাকি ৫ জনের এক লাখ টাকা করে জরিমানাও হয়েছে। প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম আজ ১৫ ফেব্রুয়ারি সোমবার দেয়া রায়ে বাজিতপুরের বড়মাইপাড়া গ্রামের জুয়েল মিয়াকে (৩৫) মৃত্যুদণ্ড, তার বাবা জজ মিয়া ও মা রহিমা খাতুনসহ মাহবুব হাসান, সাইফুল ইসলাম ও কাকন মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। বিচারক মৃত্যুদণ্ডপ্রাপ্ত জুয়েলকে দুই লাখ টাকা এবং বাকি ৫ জনকে এক লাখ টাকা করে জরিমানাও করেছেন। যাবজ্জীবন কারাদণ্ডিত সাইফুল ও কাকন পলাতক রয়েছেন। বাকিরা রায়ের সময় আদালত কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৬ সালের ১২ জানুয়ারি বিকালে বাজিতপুরের বড়মাইপাড়া সরকারি প্রাইমারি স্কুল সংলগ্ন রাস্তার পাশে একটি শৌচাগার নির্মাণকে কেন্দ্র করে বিরোধের জের ধরে দণ্ডিতরা প্রতিবেশি কৃষক সিদ্দিক মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে মারাত্মত আঘাত করলে তাকে বাজিতপুর ভাগলপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে মুমূর্ষু অবস্থায় ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের ভাই মনিকুজ্জামান বাদী হয়ে বাজিতপুর থানায় মামলা করলে আজ উপরোক্ত রায় ঘোষিত হয়। সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন এপিপি অ্যাডভোকেট আবু সাঈদ ইমাম, আর আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট অশোক সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *