• রবিবার, ১৯ মে ২০২৪, ০৬:৫৩ পূর্বাহ্ন |
  • English Version

কিশোরগঞ্জে তিনদিনে প্রায় তিন হাজার টিকাদান পার্শ্বপ্রতিক্রিয়া নেই

কিশোরগঞ্জে তিনদিনে প্রায়
তিন হাজার টিকাদান
পার্শ্বপ্রতিক্রিয়া নেই

# নিজস্ব প্রতিবেদক :-

সারা দেশের ন্যায় কিশোরগঞ্জেও গত ৭ ফেব্রুয়ারি থেকে করোনার টিকাদান কর্যক্রম শুরু হয়েছে। বুধবার পর্যন্ত টানা তিনদিনে জেলার ১৩ উপজেলায় বিভিন্ন শ্রেণি-পেশার মোট ২ হাজার ৮৪৫ জন মানুষ টিকা গ্রহণ করেছেন বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান। তবে কারো কোন পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি, সবাই সুস্থ আছেন। প্রথম দিন সৈয়দ নজরুল ইসলাম হাসপাতালে কিশোরগঞ্জ-১ আসনের এমপি ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি, জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) ও সিভিল সার্জনসহ অনেকেই টিকা গ্রহণ করেছেন। নিবন্ধন করতে সমস্যা হলে জাতীয় পরিচয়পত্র নিয়ে সংশ্লিষ্ট টিকাদান কেন্দ্রে গেলে স্বাস্থ্যকর্মীরাই নিবন্ধন করে দেবেন বলে সিভিল সার্জন জানিয়েছেন। সামগ্রিক বিষয়ে দিকনির্দেশনা দেয়ার জন্য তিনি ৯ ফেব্রুয়ারি মঙ্গলবার জেলার সকল উপজেলার স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে জুম প্রযুক্তিতে সভা করেছেন বলেও জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *