• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৫:৫৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে শতাধিক বয়স্ক রিকশা ও ভ্যান চালকের মাঝে ওসি সফিকুল ইসলামের খাদ্য সহায়তা প্রদান ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৫ গরমে গরিবের এসি যেন মাটির ঘর ভৈরবের বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক ও শিশু সংগঠক শরীফ উদ্দিন আহমেদ জিল্লুর রহমান প্রিমিয়ার ব্যাংক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন ছাত্রলীগ নেতার হত্যাকারী মিজানের জবানবন্দী পেনশন স্কিমে ধীর গতি হেল্প ডেস্ক উদ্বোধন বাজিতপুরে কৃষিবিদ ইসরাফিল জাহান এর বিদায় সংবর্ধনা যে সমস্ত কাজ করলে আল্লাহর গযব বা অভিশাপ নেমে আসে (৪র্থ পর্ব) ; সংকলনে : ডা. এ.বি সিদ্দিক বৈশাখের নতুন ধানে ভরপুর ভৈরবের মোকাম ক্রেতা কম থাকায় দুশ্চিতায় বিক্রেতারা ভৈরবে নৌ পুলিশের অভিযানের পরেও চলছে নদী থেকে অবৈধ ড্রেজারে বালু উত্তোলন, ঝুঁকিতে সেতু ও ফসলি জমি

কিশোরগঞ্জে ৩৪৫তম রোভার লিডার বেসিক প্রশিক্ষণ কোর্স

কিশোরগঞ্জে বক্তব্য রাখছেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। - পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে ৩৪৫তম রোভার
লিডার বেসিক প্রশিক্ষণ কোর্স

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে ৫ দিনব্যাপী রোভার লিডার বেসিক প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। আজ ৭ জানুয়ারি বৃহস্পতিবার বিকালে জেলা শহরের পৌর মহিলা কলেজে আয়োজিত প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা রোভার সভাপতি মোহাম্মদ শামীম আলম। কোর্স লিডার নজরুল ইসলাম খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা স্কাউট কমিশনার ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হাবিবুর রহমান, জেলা রোভারের সহ-সভাপতি ওয়ালি নেওয়াজ খান কলেজের অধ্যক্ষ মো. আল আমিন, পৌর মহিলা কলেজের বাংলা বিভাগের প্রধান রওশন আরা লুৎফুন্নাহার ও জেলা রোভার সম্পাদক কামরুল আহসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা রোভারের যুগ্ম-সম্পাদক ও পৌর মহিলা কলেজের আরএসএল সালমা হক। এর আগে জেলা প্রশাসক পৌর মহিলা কলেজে পৌঁছলে কলেজের শিক্ষকরা তাকে ফুল দিয়ে বরণ করেন।পৌর মহিলা কলেজের পক্ষ থেকে জেলা প্রশাসককে ফুল দিয়ে বরণ করা হচ্ছে। – পূর্বকণ্ঠ
জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, তিনি নিজেও একজন স্কাউটার এবং এসব কোর্স করেছেন। স্কাউটিং মানুষকে সুশৃংখল করে। মাদক থেকে দূরে রাখে। যে কোন প্রাকৃতিক দুর্বিপাকে স্কাউট আর রোভাররা সামনের সারিতে দাঁড়িয়ে উদ্ধার কাজসহ আর্তমনবতার সেবা দিয়ে থাকে। বিশ্বের বড় বড় মানুষদের অধিকাংশই জীবনে স্কাউটিং করেছেন।
বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের পরিচালনায় ও বাংলাদেশ স্কাউটসের অর্থায়নে এবং কিশোরগঞ্জ জেলা রোভারের ব্যবস্থাপনায় এ কোর্স পরিচালিত হবে ৭ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত। এতে জেলার কলেজ ও মাদ্রাসার রোভার লিডারগণ অংশ নিচ্ছেন। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন কোর্স লিডার নজরুল ইসলাম খান, প্রফেসর রবীন্দ্রনাথ চৌধুরী এলটি, মো. ফজলুল কাদের চৌধুরী এএলটি, উডবেজার মো. শফিকুল ইসলাম, শামীম আরা চৌধুরী, ড. মো. আরিজুল ইসলাম খান, সৈয়দ নূরুল মোমেন সুমন, এস যুথী আল সাকী, মাহমুদা বেগম এবং শিউলি বেগম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *