• রবিবার, ১৯ মে ২০২৪, ০৬:০১ পূর্বাহ্ন |
  • English Version

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজে আলোচনা সভা ও দোয়া মহফিল

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে
ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজে
আলোচনা সভা ও দোয়া মহফিল

# মো. আলাল উদ্দিন :-

আজ ১৪ ডিসেম্বর সোমবার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সোমবার বেলা ১১টায় কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ শরীফ আহমেদ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, কলেজের সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক মো. শহীদুল্লাহ, পদার্থবিজ্ঞান বিষয়ের সহকারী অধ্যাপক সত্যজিৎ দাস ধ্রুব, ব্যবস্থাপনা প্রভাষক ও বিভাগের বিভাগীয় প্রধান মো. আবদুল মোতালেব, প্রভাষক সজল কুমার দেব, বাংলা বিষয়ের প্রভাষক মো. জহিরুল হক, ইংরেজি বিষয়ের প্রভাষক নিলুফার ইয়াসমিন, আবুল মঞ্জুর, রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের প্রভাষক মাহফুজুর রহমান, শরীরচর্চা শিক্ষিকা পারভীন আক্তার, কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক মো. আলাল উদ্দিন, দ্বাদশ শ্রেণির ছাত্রী ইসরাত জাহান মিম ও ইয়ানুর আক্তার। আলোচনা সভা শেষে কলেজের লাইব্রেরিয়ান কাজী উছমান গণির পরিচালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, আজ ১৪ ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস। পৃথিবীর ইতিহাসের এক কালো অধ্যায়। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে বাঙালি বুদ্ধিজীবী নিধন বাংলাদেশের ইতিহাসে নৃশংসতম ও বর্বরোচিত হত্যাযজ্ঞ। জাতি যখন বিজয়ের খুব কাছে সেই সময় পাকিস্তানি বাহিনীর সহযোগিতায় রাজাকার, আলবদর, আলশামস বাহিনী দেশের শ্রেষ্ঠ সন্তানদের ধরে ধরে হত্যা করে। ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড চালায় পাকিস্তানি হানাদার বাহিনী। বাঙালি শিক্ষাবিদ, সাংবাদিক, সাহিত্যিক, চিকিৎসক, বিজ্ঞানী, আইনজীবী, শিল্পী, দার্শনিক ও রাজনৈতিক চিন্তাবিদগণ এই সুপরিকল্পিত হত্যাযজ্ঞের শিকার হন। উক্ত অনুষ্ঠানে কলেজের শিক্ষক, কর্মচারী ও স্কাউটের ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *