• রবিবার, ১৯ মে ২০২৪, ০৫:০৮ পূর্বাহ্ন |
  • English Version

বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ভৈরবে সরকারি কর্মকর্তাদের প্রতিবাদ সভা

বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে
ভৈরবে সরকারি কর্মকর্তাদের প্রতিবাদ সভা

# মোস্তাফিজ আমিন :-

ভৈরবে বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে প্রতিবাদসভা করেছে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। স্থানীয় উপজেলা প্রশাসনের আয়োজনে আজ ১২ ডিসেম্বর শনিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে নির্বাহী অফিসার লুবনা ফারজানার সভাপতিত্বে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা, সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা, ভৈরব-কুলিয়ারচর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রেজওয়ান দীপু, ভৈরব র‌্যাব ক্যাম্পের সহকারী কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. বেলায়েত হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খোরশেদ আলম, ভৈরব থানার ওসি মো. শাহিন।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে এ দেশ স্বাধীন হতো না। একটি চক্র বঙ্গবন্ধুকে নিয়ে ষড়যন্ত্র করছে। বঙ্গবন্ধু কোন জাতি বা দলের নয়। তিনি সমগ্র বাঙালি জাতির, তিনি সবার। তাই তাঁকে নিয়ে কোন বিতর্ক না করার জন্য সবার প্রতি আহ্বান জানান। এ সময় তারা নতুন প্রজন্মকে বঙ্গবন্ধু সম্পর্কে জানাতে পাঠ্যবইয়ে বঙ্গবন্ধুর জীবনী লিপিবদ্ধ করারও আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *