• শনিবার, ১৮ মে ২০২৪, ১১:৫২ অপরাহ্ন |
  • English Version

ভৈরবে করোনা মোকাবেলায় গ্রামের মহিলাদের সাথে ইউএনও’র উঠান বৈঠক

ভৈরবে করোনা মোকাবেলায় গ্রামের
মহিলাদের সাথে ইউএনও’র উঠান বৈঠক

# মিলাদ হোসেন অপু :-

ভৈরবে করোনা মোকাবেলায় গ্রামের মহিলাদের সাথে উঠান বৈঠক করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট লুবনা ফারজানা। এছাড়া তিঁনি উপজেলার বিভিন্ন বাজার ঘুরে মাস্ক পড়তে উৎসাহিত করেন ও বিনামূল্যে মাস্ক বিতরণ করেন। আজ ২৩ নভেম্বর সোমবার উপজেলার ২নং আগানগর ইউনিয়ন পরিষদে নো মাস্ক, নো সার্ভিস’কে প্রতিপাদ্য করে উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানার সভাপতিত্বে গ্রামের মহিলাদের সাথে উঠান বৈঠক করেন। উঠান বৈঠকের পূর্বে গকুলনগর বাজারে মাস্ক না পড়ায় ৮ জনকে ১ হাজার টাকা জরিমানা করেন ও বিনা মূল্যে মাস্ক বিতরণ করেন।এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামসুন্নাহার তাসনিমসহ আগানগর ইউনিয়ন পরিষদের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা।
উঠান বৈঠকে উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা বলেন, করোনার দ্বিতীয় ঢেউ বর্তমানে ভয়াবহ আকার ধারণ করেছে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় মানুষ প্রতিনিয়ত মৃত্যুবরণ করছে। পরিবারের একজন কর্তা হিসেবে অগ্রণী ভূমিকা পালন করেন মায়েরা। আপনাদের সচেতনায় পরিবারের অন্য সদস্যরা নিয়মিত মাস্ক পড়বে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। এ সময় তাদের উদ্দেশ্যে বলেন, আপনারাও বাজারে বা জনসমাগমে গেলে আবশ্যিকভাবে মাস্ক পরিধান করবেন এবং সরকারি নির্দেশনা অনুযায়ী মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে। বিভিন্ন দপ্তরে বা অফিস আদালতে মাস্ক ছাড়া কোন সেবা দেয়া হবে না বলে সরকার প্রজ্ঞাপন জারি করেছেন। মাস্ক পরিধান ও স্বাস্থ্য সচেতনতায় নিয়ম নেমে চলায় গ্রামের মহিলাদের প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি। মানুষকে সচেতন করতে এ সময় ৫০ জনের মধ্যে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে। সেই সাথে গকুলনগর বাজারে ৮ জন পথচারী ও ব্যবসায়ীকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *