• রবিবার, ১৯ মে ২০২৪, ১২:০৮ পূর্বাহ্ন |
  • English Version

কিশোরগঞ্জে মাস্ক পরিধান না করায় ৩০ জনের অর্থদণ্ড

কিশোরগঞ্জের সার্কিট হাউজ এলাকায় জরিমানা আদায়সহ মাস্ক পরিধানও করিয়ে দেয়া হচ্ছে। -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে মাস্ক পরিধান না
করায় ৩০ জনের অর্থদণ্ড

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জ শহরে ভ্রাম্যমাণ আদালত মাস্ক না পরায় ৩০ জনকে ৫ হাজার ৮শ’ টাকা জরিমানা করেছেন। বিভিন্নজনের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণও করেছেন। জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীর নির্দেশনায় করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় আজ ১৭ নভেম্বর মঙ্গলবার নির্বাহী ম্যাজিস্ট্রেট উবায়দুর রহমান সাহেল ও শফিকুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত শহরের সার্কিট হাউজ এলাকায় পুলিশ বিভাগের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় মাস্ক পরিধান না করায় ১৮৬০ সালের দণ্ডবিধি এবং ২০১৮ সালের সংক্রামক রোগ (প্রতিরোধ ও নির্মূল) আইনের বিভিন্ন ধারায় ৩০ ব্যক্তিকে ৫ হাজার ৮শ’ টাকা জরিমানা করা হয়। বেশ কিছু পথচারীর মাঝে এসময় বিনামূল্যে মাস্ক বিতরণ ও পরিয়ে দেয়া হয়। করোনার বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বাল জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *