• শুক্রবার, ০৩ মে ২০২৪, ১০:২৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
যে সমস্ত কাজ করলে আল্লাহর গযব বা অভিশাপ নেমে আসে (শেষ পর্ব); সংকলনে : ডা. এ.বি সিদ্দিক হোসেনপুরে টিসিবির স্মার্ট কার্ড বিতরণ করছেন সৈয়দা জাকিয়া নূর এমপি সামসুল ইসলাম করিমগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান কুলিয়ারচরে নির্মাণ শ্রমিক ইউনিয়নের মে দিবসে র‌্যালি কুলিয়ারচরে মহান মে দিবসে সিএনজি শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য র‌্যালি ও সভা অবশেষে গ্রেপ্তার হলো আলোচিত বাল্কহেডের চালক ভৈরবে নূরানী কয়েল ফ্যাক্টরীতে আগুনে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি ভৈরবে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার হোসনপুরে শ্রমজীবী মানুষের মাঝে শরবত ও ঠান্ডা পানি বিতরণ শতাধিক দুর্ঘটনায় অর্ধডজন প্রাণহানি; হোসেনপুরে তিন রাস্তার সংযোগস্থল যেন মরণফাঁদ

ভৈরবে ৯৬ জনকে ‘হোম কোয়ারেন্টাইনে’ থাকার নির্দেশ মানছে না কেউ

কঠোর হচ্ছে প্রসাশন, চলবে অভিযান
ভৈরবে ৯৬ জনকে ‘হোম কোয়ারেন্টাইনে’
থাকার নির্দেশ মানছে না কেউ

মো. আল আমিন টিটু :
ভৈরবে করোনা আক্রান্ত হতে পারে এমন সন্দেহে ৯৬ জনকে ‘হোম কোয়ারেন্টাইনে’ ১৪ দিন থাকার নির্দেশ মানছে কেউ। তারা সবাই বিদেশ ফেরত প্রবাসী। এদের মধ্যে ৪০ জন ইতালী থেকে দেশে ফিরেছেন। কেউ ঘুরছে হাট-বাজারে কেউবা আবার আত্মীয়-স্বজনদের বাড়িতে বেড়াচ্ছেন। ফলে বিষয়টি ভাবিয়ে তুলছে সমাজের ছোট-বড় সবাইকে। তাদের দাবী, পরিবারের সদস্য ও সমাজ এবং দেশের মানুষের মঙ্গলে বিদেশ ফেরত প্রবাসীরা যেন সরকারের নির্দেশনা মেনে চলেন।
জানাগেছে, দেশে করোনা ভাইরাস প্রতিরোধে বা মোকাবেলায় আজ থেকে আগামী ৩১ মার্চ পর্যন্ত স্কুল-কলেজ ও মাদ্রাসাসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার। একই সঙ্গে জনসমাগম এড়াতে সভা, সমাবেশ ও বানিজ্য মেলাসহ সামাজিক অনুষ্ঠানও নিষিদ্ধ করা হয়েছে। এছাড়াও চীন, ইতালী ও সৌদি আরবসহ বিশ্বের অন্যান্য দেশ থেকে বিদেশ ফেরত প্রবাসীদেরকে ‘হোম কোয়ারেন্টাইনে’ রেখে পর্যেবেক্ষণের সিদ্ধান্ত নেয় সরকার। ফলে সারা দেশের মতো ভৈরবে গেল ১২ মার্চ থেকে ১৭ মার্চ পর্যন্ত ৬ দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯৬ জন বিদেশে ফেরত প্রবাসীদের নিবন্ধন করা হয়। করোনা ভাইরাস প্রতিরোধে তাদের সবাইকে ‘হোম কোয়ারেন্টাইনে’ অবস্থানে নির্দেশনা দেয় চিকিৎসকরা। তাছাড়া এদের মধ্যে অন্তত ৪০ জনই করোনায় আক্রান্ত দেশ ইতালী থেকে দেশে ফিরেছেন। আর অন্য ৫৬ জন প্রবাসী সৌদি আরব, বাহরাইন ও কুয়েতসহ বিশ্বের অন্যান্য দেশ থেকে এসেছেন। সরকারের নিদের্শনা অনুযায়ী বিদেশ ফেরত প্রবাসীদেরকে তাদের নিজস্ব বাড়িতে ‘হোম কোয়ারেন্টাইনে’ ১৪ দিন থাকতে হবে। এই ১৪ দিন তারা একটি আলাদা কক্ষে আলাদা বসবাস করবেন। আর তাদের নিয়মিত পর্যেবেক্ষণ করবে স্বাস্থ্যকর্মীরা।
এই সময়ে তারা হাট-বাজারে ঘুরা ফেরাসহ স্বাভাবিক চলাফেরা থেকে বিরত থাকবে। এমনকি বাড়ির আঙিনায় চলাচল নিষিদ্ধ রয়েছে। কিন্তু কে শুনে কার কথা।
এদিকে করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির ব্যবস্থাপনায় শহরের ঢাকা-সিলেট মহাসড়কের পাশে নব-নির্মিত ট্রমা হাসপাতালে ৫০ শয্যা বিশিষ্ট আইসোলেশন সেন্টার সম্পূর্ন প্রস্তুত করা হয়েছে। যদিও ১৭ মার্চ মঙ্গলবার পর্যন্ত এই আইসোলেসন সেন্টারে কাউকে ভর্তি করা হয়নি।
এ প্রসঙ্গে জানতে চাইলে ভৈরব উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মো. বুলবুল আহম্মদ জানান, এখন পর্যন্ত ৯৬ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। এদের বেশির ভাগই ইতালী ফেরত। তাদের বিষয়ে আমাদের স্পষ্ট নির্দেশনা রয়েছে। তারা ১৪ দিন পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে স্বাস্থ্যকর্মীদের পর্যেবেক্ষণে থাকার কথা। কিন্তু কেউ মানছে না। ফলে আজ থেকে সবাইকে জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী আইসোলেশন সেন্টারে ভর্তি দেয়া হবে।
এছাড়াও করোনা প্রতিরোধ কমিটির আহ্বায়ক ভৈরব উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ঘোষণা অনুযায়ী মহামারী রোগ করোনা থেকে বাচঁতে সর্তকতা বা সাবধানতার কোন বিকল্প নেই। তাই হোম কোয়ারেন্টাইনে থাকা সত্ত্বেও যারা নিয়ম মানছে না, তাদের ব্যপারে সরকারের কঠোর নির্দেশনা রয়েছে। যদি কেউ নিয়ম ভঙ্গ করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজনে অভিযান চালিয়ে পুলিশ দিয়ে ধরে এনে আইসোলেশন সেন্টারে ভর্তি করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *