• রবিবার, ১৯ মে ২০২৪, ০৯:৪৫ পূর্বাহ্ন |
  • English Version

কিশোরগঞ্জে নতুন করোনা রোগি ১৩ জন, ১০ দিন শতকের নীচে থাকার পর চিকিৎসাধীন রোগি শতকে উঠলো

কিশোরগঞ্জে নতুন করোনা রোগি ১৩ জন
১০ দিন শতকের নীচে থাকার পর
চিকিৎসাধীন রোগি শতকে উঠলো

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে নতুন ১৩ জনের করোনা ধরা পড়েছে। সুস্থ হয়েছেন ৬ জন। গত ১০ দিন দৈনন্দিন চিকিৎসাধীন রোগির সংখ্যা শতকের নীচে থাকার পর আজ জেলায় চিকিৎসাধীন রোগির সংখ্যা শতকে উঠেছে। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, আজ ১৪ অক্টোবর বুধবার রাতে কিশোরগঞ্জের সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজ ল্যাব থেকে পাওয়া ৬৯টি নমুনার পরীক্ষার ফলাফলে দেখা গেছে, সদর উপজেলায় ৯ জন, হোসেনপুর, পাকুন্দিয়া, কটিয়াদী এবং বাজিতপুরে একজন করে আক্রান্ত হয়েছেন। পুরনো এক রোগির নমুনাও পুনরায় পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ৫৫টি নমুনা। অন্যদিকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ ল্যাবে পরীক্ষা করা ২৪টি নমুনার সবগুলোই নেগেটিভ হয়েছে। এতদিন সংক্রমণের তুলনায় সুস্থতার সংখ্যা বেশি হওয়ায় দৈনন্দিন চিকিৎসাধীন রোগির সংখ্যা কমতে কমতে গত ৩ অক্টোবর চিকিৎসাধীন ছিল ১০৩ জন। এর পর টানা ১০ দিন দৈনন্দিন চিকিৎসাধীন রোগির সংখ্যা ছিল শতকের নীচে। কিন্তু আজ জেলায় চিকিৎসাধীন রোগির সংখ্যা শতকে উঠেছে, অর্থাৎ ১০০ জন!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *