• রবিবার, ১৯ মে ২০২৪, ০৭:২৪ পূর্বাহ্ন |
  • English Version

কিশোরগঞ্জ শহরেই মিলছে শুভ্র কাশফুল

কিশোরগঞ্জ শহরেই
মিলছে শুভ্র কাশফুল

# মোস্তফা কামাল :-

এখন শরৎকাল। শরৎকালে আকাশে ভেসে বেড়ায় মনোরম সাদা মেঘের ভেলা। আর জমিনে শোভা বিলায় শ্বেতশুভ্র কাশফুলের মেলা। অবশ্য সব জায়াগায় বা যত্রতত্র কাশফুল পাওয়া যায় না। অনেক প্রকৃতিপ্রেমী আছেন যারা দূরদূরান্তে ছুটে যান কাশফুলের সন্ধানে। ক্ষণিকের জন্য হারিয়ে যান অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের গহিনে। ছবি তুলে আনেন স্মৃতির ডালিতে জমিয়ে রাখবেন বলে। সামনেই সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা। আর কাশফুল ছাড়া এই পূজার কথা কল্পনাও করা যায় না। ফলে পূজার জন্যও অনেকে এসব ফুল সংগ্রহ করে আনেন। এসময় বানিজ্যিক সুবিধাও কেউ কেউ নিয়ে থাকেন। এমন অনেক মানুষ পাওয়া যাবে, যারা হয়ত সারা জীবনে কোনদিনই বাস্তবে কাশফুলের বাগান দেখেননি। হয়ত ছবিতে বা নাটক-সিনেমায় দেখেছেন। শহরতলির কাঁটাবাড়িয়া এলাকায় এবং হোসেনপুরের ব্রহ্মপুত্রের পাড়ে কাশ বাগান দেখা যায়। অনেকেই সেখানে ছুটে যান, ছবি তোলেন। তবে কিশোরগঞ্জ শহরবাসীকে কাশফুলের সৌন্দর্য উপভোগ করতে এখন বইয়ের পাতা বা নাটক-সিনেমায় চোখ রাখতে হবে না। দূরের কোন বাগানেও যেতে হবে না। শহরের প্রাণকেন্দ্র গৌরাঙ্গবাজার এলাকায় নরসুন্দা নদীর পাড়ে পৌর শিশু পার্কে গড়ে উঠেছে কাশ বাগান। অসংখ্য ফুলও ফুটে আছে। যে কেউ চাইলে সচক্ষে দেখে আসতে পারেন। নতুন এ পার্কটি নানা কারণে এখনো চালু হয়নি। ফলে অনেকটা পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে থাকতে নানারকম আগাছায় পূর্ণ হয়ে আছে। এর সঙ্গে কি করে যে কাশ বাগানও গড়ে উঠেছে, তা কেউ জানেন না। অবশ্য কাশ বাগান কেউ সযত্নে তৈরি করেন না। প্রাকৃতিকভাবেই এটি গড়ে ওঠে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *