# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের দুর্গম হাওর উপজেলা নিকলীতে ডিজিটাল কণ্ট্যান্ট নির্মাণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মালালা ফান্ডের সহায়তায় বেসরকারি সংস্থা পিপলস অরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি) ২৭ অক্টোবর সোমবার দিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করে। নিকলী সদরের শহীদ স্মরণিকা বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে উপজেলার ৮টি বিদ্যালয়ের ৪০ জন শিক্ষার্থীকে নিয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে নিকলীর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়। প্রথম রানার্সআপ হয়েছে দামপাড়া কারার মাহতাব উদ্দিন উচ্চ বিদ্যালয়। আর দ্বিতীয় রানার্সআপ হয়েছে রসুলপুর হানিফ ভূঞা উচ্চ বিদ্যালয়।
পপির জেলা সমন্বয়ক ফরিদুল আলমের সভাপতিত্বে প্রতিযোগিতা উদ্বোধন করেন শহীদ স্মরণিকা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাফিউদ্দিন। প্রতিযোগিতায় অংশ নেওয়া অপর পাঁচটি বিদ্যালয় হলো নিকলী জিসি পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, শহীদ স্মরণিকা বালিকা উচ্চ বিদ্যালয়, জারইতলা স্কুল এন্ড কলেজ, ছাতিরচর উচ্চ বিদ্যালয় ও আলিয়াপাড়া বড়কান্দা নূরজাহান হোসেন উচ্চ বিদ্যালয়। প্রতিযোগিরা জলবায়ু ঝুঁকি, বাল্যবিয়ে, হাওরের পরিবেশ-প্রতিবেশ রক্ষা, ষড়ঋতু, শিশুশ্রমসহ বিভিন্ন বিষয়ের ওপর ল্যাপটপে তাৎক্ষণিক কনট্যান্ট তৈরি করে পাওয়ার পয়েন্টের মাধ্যমে প্রদর্শন করেন।
চ্যাম্পিয়ন বিদ্যালয় কণ্ট্যান্ট তৈরি করেছে ‘আজকের বৃক্ষরোপন, আগামী দিনের জীবন’ প্রতিপাদ্য নিয়ে। প্রথম রানার্সআপ বিদ্যালয় কণ্ট্যান্ট তৈরি করেছে ‘তথ্য প্রযুক্তি’ বিষয়ে। দ্বিতীয় রানার্সআপ বিদ্যালয় কণ্ট্যান্ট তৈরি করেছে ‘বাল্যবিবাহ’ বিষয় নিয়ে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের ক্রেস্ট প্রদান ছাড়াও ৪০ জন প্রতিযোগিকেই শিক্ষা উপকরণ পুরস্কার দেওয়া হয়েছে। প্রতিযোগিতা তদারকি করেন মাল্টিমিডিয়া বিশষজ্ঞ গৌরভ মোদক, পপি কর্মকর্তা সমীর আদিত্য, তৌহিদা আক্তার ও মিনা আক্তার।