# মিলাদ হোসেন অপু/ ইশতিয়াক আহমাদ শৈভিক :-
ডাক্তাররা চিকিৎসা দেন এমনকি বছরে কয়েকবার ছোট্ট পরিসরে মেডিকেল ক্যাম্পিংও করে থাকেন। তবে অসহায় রোগীরা চিকিৎসা নিতে পারেন না বিশেষজ্ঞ ডাক্তারদের। ১৫ বছর পর বাংলাদেশ সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশন ও পৌরসভার উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা পেল ৬ শতাধিক নারী-পুরুষ ও শিশু। আজ ১৭ জুলাই বৃহস্পতিবার পৌর মাতৃসদনে সকাল থেকে দুপুর পর্যন্ত অসহায় দুস্থ রোগীরা এই সেবা গ্রহণ করেন।
চিকিৎসা ক্যাম্প সূত্রে জানা গেছে, ১৯ পদাতিক ডিভিশনের অধিনস্থ ১৯ আর্টিলারি ব্রিগেডের তত্ত্বাবধানে ৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি এর সার্বিক ব্যবস্থাপনায় ও পৌর কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে পৌর মাতৃসদনে বিশেষজ্ঞ সামরিক ডাক্তার দ্বারা বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই চিকিৎসা ক্যাম্প চলে।
ময়মনসিংহ সম্মিলিত সামরিক হাসপাতাল মেডিসিন বিশেষজ্ঞ, ঘাটাইল সেনানিবাসের সামরিক হাসপাতালের চক্ষু ও গাইনি বিশেষজ্ঞ ডাক্তার চিকিৎসা সেবা দেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক শবনম শারমিন, লে. কর্ণেল সারোয়ার জাহান, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর ও নির্বাহী প্রকৌশলী আরিফ সারোয়ার বাতেন চিকিৎসা ক্যাম্প পরিদর্শন করেন।
এই বিষয়ে ভৈরব সেনাবাহিনী ক্যাম্প থেকে এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, ভৈরবে মেডিকেল ক্যাম্পেইনে সর্বমোট ৬০০ জন গরিব ও দুস্থ জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদানের পাশাপাশি ৬০ জন চক্ষু রোগীকে চশমা প্রদান করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় এ ধরনের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে ১৯ পদাতিক ডিভিশন এ অঞ্চলের গরিব ও দুস্থ জনসাধারণের পাশে দাঁড়ানোসহ জনগণের সার্বিক কল্যাণে সক্রিয় ভূমিকা রাখছে বলে স্থানীয় জনগণ দৃঢ়ভাবে বিশ্বাস করে। এরূপ ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অব্যাহত থাকবে।
এসময় চিকিৎসা নিতে আসা রোগীরা বলেন, ভাল ডাক্তার দেখাইতে গেলে টাকা লাগে তাই সঠিক চিকিৎসা নিতে পারি না। আজকে সেনাবাহিনীর বড় বড় ডাক্তার চিকিৎসা দিতে এসেছে তাই সেবা নিতে আসছি।
এসময় কথা হয় ভৈরবপুর উত্তরপাড়া এলাকার জরিনা বেগমের সাথে তিনি বলেন, শরীরে চুলকানি সমস্যা। শুনছি সেনবাহিনীর ভাল ডাক্তাররা চিকিৎসা দিচ্ছে। আবার সাথে ঔষধও ফ্রি দিতেছে তাই চিকিৎসা নিতে আসছি।
এ বিষয়ে ভৈরবপুর দক্ষিণ পাড়া এলাকার মাহমুদা বেগম বলেন, চিকিৎসা অনেক ভাল পেয়েছি। গাইনি ডাক্তার সময় নিয়ে শুনে বুঝে ঔষধ লিখে দিয়েছেন। বিনামূল্যে ঔষধ পেয়েছি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন বলেন, সেনাবাহিনীর সহযোগিতায় ও পৌরসভার যৌথ উদ্যোগে অসহায় দুস্থ গরিব মানুষদের বিনামূল্যে চিকিৎসা দেয়া হচ্ছে। সেই সাথে বিনামূল্যে ঔষধ দেয়া হচ্ছে। চোখের রোগীদের মাঝে চশমা বিতরণ করা হয়েছে। আমাদের চেষ্টা থাকবে নিয়মিত এই বিনামূল্যে চিকিৎসা সেবা যেন অব্যাহত রাখা যায়।