# মোস্তফা কামাল :-
কিশোরগঞ্জে বিভিন্ন ফসলের বীজের মান ও মূল্য নিয়ে চলছে নানা ধরনের অনিয়ম। কেউ কেউ প্যাকেট বদল করে বা প্যাকেটের গায়ে মূল্য না লিখে অনেক বেশি দামে বীজ বিক্রি করছেন। অনেক বেসরকারি কোম্পানির বীজের প্যাকেটে মূল্য লেখা থাকে না। প্রায়শই অঙ্কুরোদগমেও সমস্যা হয়। অথচ সরকারের বীজ প্রত্যয়ন বিভাগ বেসরকারি কোম্পানির বীজের ক্ষেত্রে কোন রকম তদারকি করার অধিকার রাখে না।
কয়েকজন ডিলার নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, কোন কোন অসৎ ব্যবসায়ী বিএডিসির বস্তার বীজ খুলে আলাদা প্যাকেট করে নিজেদের প্রতিষ্ঠানের নাম লিখে বাজারে বাড়তি দামে বিক্রি করেন। এতে একদিকে কৃষকরা যেমন দাম নিয়ে প্রতারিত হচ্ছেন, আবার বীজের সঠিক উৎপাদকের নামটাও জানতে পারছেন না। এ ধরনের জালিয়াতি করতে গিয়ে পাকুন্দিয়ার এক বীজ ব্যবসায়ী কারাভোগও করেছেন বলে ডিলাররা জানিয়েছেন।
ডিলাররা জানিয়েছেন, বীজ প্রত্যয়ন করার জন্য সরকারি কর্মকর্তা আছেন। বিএডিসির বীজের মান যাচাই করে তারা প্রত্যয়ন করে দিলে তখন প্যাকেটে লেখা হয় ‘সার্টিফায়েড বীজ’। কিন্তু বেসরকারি কোম্পানির বীজগুলো প্রত্যায়িত নয়। ডিলাররা জানান, অনেক সময় বিএডিসির বীজ গ্রামে পৌঁছতে বিলম্ব হলে কৃষকরা বীজতলা তৈরির জন্য বাধ্য হয়ে বাজার থেকে বিভিন্ন বেসরকারি কোম্পানির বীজ কিনে নেন। এতে প্রায়ই তারা প্রতারিত হন। একদিকে দামের দিক থেকে প্রতারিত হন, আবার অনেক সময় এসব বীজ ঠিকমত অঙ্কুরোদগমও হয় না। কৃষকরা সবসময় বিএডিসির বীজটাই পছন্দ করেন। কিন্তু অনেক সময় বাজারে বিএডিসির বীজের কৃত্রিম সঙ্কট তৈরির ফলেও কৃষকরা প্রাইভেট কোম্পানির বীজ কিনতে বাধ্য হন। এখন চলছে আমনের বীজতলা তৈরির মৌসুম। ফলে এই সময়ে বাজারে বহু বেসরকারি কোম্পানির বীজ বিক্রি হতে দেখা গেছে।
বিএডিসির জেলা বীজ ডিলার সমিতির সভাপতি সামিউল হক ভূঁইয়া জানান, জেলায় বিএডিসির বীজ ডিলার আছেন ২৯৮ জন। তারা যার যার এলাকায় বিক্রয় কেন্দ্রের মাধ্যমে কৃষকদের কাছে নির্ধারিত মূল্যে বীজ বিক্রি করেন। কেউ কেউ অনিয়ম করলে কৃষি বিভাগ ব্যবস্থা গ্রহণ করে বলেও তিনি জানান। তবে বিএডিসির ডিলারের বাইরে অনেক বীজ ও কীটনাশক ব্যবসায়ী বেসরকারী কোম্পানির বীজের ব্যবসা করেন।
জেলা বেসরকারি বীজ ডিলার সমিতির সভাপতি এরফান উদ্দিন জানিয়েছেন, তার সমিতিতে ৭ জন সদস্য আছেন। দেশে তিন শতাধিক বেসরকারি বীজ কোম্পানি আছে জানিয়ে তিনি বলেন, সবগুলো জাতীয় ভিত্তিক কোম্পানী নয়। কিছু আছে আঞ্চলিক। বেসরকারি বীজে অঙ্কুরোদগম সমস্যা সম্পর্কে তিনি বলেন, এটা খুব কমই হয়। যাদের বীজে এরকম সমস্যা হয়, তারা ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দিয়ে থাকে। এরফান উদ্দিন নিজেও এরকম ক্ষতিপূরণ আদায় করে দিয়েছেন। আর প্যাকেটের গায়ে মূল্য লেখা না থাকা সম্পর্কে বলেন, এটা খুবই অন্যায়। তবে নামিদামি কোম্পানি এটা কখনও করবে না। আবার অনেক সময় হয়ত বীজ প্যাকটজাত করার সময় মূল্যের সিল দিতে ভুল হয়ে গিয়ে থাকতে পারে। কোন কোম্পানি এরকম করলে তিনি জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভায় উত্থাপন করবেন বলে জানালেন।
সাধারণত দুর্গম হাওর এলাকার কৃষকরাই সার ও বীজ নিয়ে বেশি প্রতারিত হয়ে থাকেন। যোগাযোগ ব্যবস্থা খারাপ থাকার কারণে তদারকির দুর্বলতার সুযোগ নিয়ে এসব প্রতারণা করা হয়ে থাকে। হাওর অধ্যুষিত নিকলী উপজেলার জারুইতলা এলাকার বীজ ব্যবসায়ী মো. ইসরাফিল জানিয়েছন, তিনি বিএডিসির বীজও বিক্রি করেন, আবার বিভিন্ন বেসরকারি কোম্পানির বীজও বিক্রি করেন। বিএডিসির প্যাকেটে মূল্য লেখা থাকে। অনেক বেসরকারি কোম্পানির প্যাকেটেও মূল্য লেখা থাকে। কিন্তু কিছু বেসরকারি কোম্পানির প্যাকেটে কোন মূল্য লেখা থাকে না। কোম্পানি ব্যবসায়ীদের বিক্রয় মূল্যের একটা ধারণা দিয়ে দেয়। এর পর ব্যবসায়ীরা যার কাছ থেকে যত রাখতে পারেন। এভাবেই অনেক বেসরকারি কোম্পানির বীজ বিক্রি হচ্ছে বলে জানালেন মো. ইসরাফিল।
নিকলী উপজেলার ধারিশ্বর এলাকার কৃষক আব্দুল আউয়াল, সদর উপজেলার গাগলাইল এলাকার কৃষক আসাদ ভূঁইয়া ও সিদ্দিক হোসেন জানান, অনেক সময় তাঁরা বাধ্য হয়ে বেসরকারি কোম্পানির বীজ কিনেন। এসব বীজের দাম বেশি। মাঝে মাঝে প্যাকেটে মূল্য লেখা থাকে না। তখন দোকানে দরদাম করে কিনতে হয়। আবার কখনও কখনও এসব বীজে অঙ্কুরোদগমে সমস্যা হয়, চারা কম গজায়। তখন নতুন করে বীজ ফেলতে হয়। এতে বাড়তি খরচ হয়ে যায়।
নিকলী উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেনকে তার উপজেলায় মূল্য লেখা ছাড়া বেসরকারি কোম্পানির বীজ বিপণন বিষয়ে প্রশ্ন করলে বলেন, এ বিষয়ে মনিটরিং হচ্ছে। এসব বীজ চিহ্নিত করে উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হবে।
এদিকে ১৩ জুলাই রোববার দুপুরে শহরের গাইটাল এলাকার কার্যালয়ে গেলে জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা তৌফিক আহমেদ খান বলেন, মূলত চার প্রকার বীজ হয়। প্রজনন বীজ, ভিত্তি বীজ, প্রত্যায়িত বীজ ও মান ঘোষিতি বীজ। বীজ প্রত্যয়ন বিভাগ কেবল বিএডিসির প্রথম তিন প্রকার বীজ তদারকি করতে পারে। মান ঘোষিত বীজটি বাজারজাত করে মূলত বেসরকারি কোম্পানিগুলো। তাদের বীজের ব্যাপারে প্রত্যয়ন বিভাগের তদারকির কোন এখতিয়ার নেই। কোম্পানিগুলো নিজেদের মত করে বীজ উৎপাদন করে, নিজেদের মত করে বাজারজাত করে। তদারকির ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিভিন্ন সময় দাবিও জানানো হয়েছে। তদারকির সুযোগ থাকলে ভাল হতো। অবশ্য কেউ অভিযোগ করলে তখন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সুযোগ থাকে।
তিনি বলেন, মাঝে মাঝে কৃষকরা অভিযোগ করেন, বেসরকারি কোম্পানির বীজে ঠিকমত অঙ্কুরোদগম হয় না। এই কারণে কৃষকদেরকে বিএডিসির বীজের প্রতি উৎসাহিত করা হয়। অবশ্য বেসরকারি কোম্পানির বীজগুলো মূলত কৃষকদের উৎপাদিত বীজ। কৃষকদের কাছ থেকে সংগ্রহ করে বেসরকারি কোম্পানিগুলো প্যাকেটজাত করে বিপণন করে। কৃষকদের নির্দেশনা দেওয়া আছে, যদি বেসরকারি কোম্পানির বীজ ব্যবহার করেন, তাহলে প্যাকেটটা যেন সংরক্ষণ করেন। তখন সমস্যা হলে পদক্ষেপ নেওয়া যাবে।