• রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৮ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিকলীতে পপির উদ্যোগে ডিজিটাল লিটারেসি কর্মশালা কুলিয়ারচরে মোটরসাইকেল কিনতে টাকার বায়না, যুবকের আত্মহত্যা কুলিয়ারচরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে থানায় মতবিনিময় সভা অনুষ্ঠিত বাজিতপুর উপজেলা বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন দোকানপাটে হামলার জেরে মাদক ব্যবসায়ীর বাড়িতে গ্রামবাসীর আগুন ভৈরবে জলাবদ্ধতায় অর্ধশতাধিক পরিবারের ভোগান্তি, রাস্তা সংস্কারের আশ্বাস ইউএনওর ইটভাটা মালিক সমিতির ৩০তম সাধারণ সভা কিশোরগঞ্জ বিএনপির সম্মেলন সভাপতির মনোনয়ন ৫০ হাজার সাধারণ সম্পাদক ৩০ হাজার টাকা ভৈরবে ৪৩ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার ও সহায়ক উপকরণ প্রদান কটিয়াদীতে ভাঙা সেতুর কারনে হাজার হাজার মানুষের চলাচলে দুর্ভোগ

কিশোরগঞ্জে ১০০ কোটি টাকার নরসুন্দা প্রকল্প আগেই প্রশ্নবিদ্ধ, এবার চলছে দখলের উদ্যোগ

নরসুন্দা দখলের জন্য নদীর মাঝখান পর্যন্ত বেড়া দেওয়া হয়েছে -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে ১০০ কোটি টাকার
নরসুন্দা প্রকল্প আগেই প্রশ্নবিদ্ধ
এবার চলছে দখলের উদ্যোগ

# মোস্তফা কামাল :-
কিশোরগঞ্জ শহরের মাঝখান দিয়ে বয়ে চলা নরসুন্দা নদীর খনন ও উন্নয়ন প্রকল্প সম্পন্ন করা হয়েছিল ১০০ কোটি টাকায়। নদী খননের পাশাপাশি কিছু সেতু, গুরুদয়াল কলেজ এলাকায় মুক্তমঞ্চ আর ওয়াচ নির্মাণসহ পৌর এলাকায় আরসিসি সড়ক নির্মাণের কাজ সম্পন্ন করা হয়েছিল। প্রকল্পটি সম্পন্ন হবার পর থেকেই বিভিন্ন এলাকায় নতুন করে দখলের অপচেষ্টা চলতে থাকে। বিভিন্ন সময় প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পাঠিয়ে সেগুলি উচ্ছেদও করেছে। এখন আবার বিভিন্ন এলাকায় দলখের উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে।
সাবেক এলজিআরডি মন্ত্রী প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলাম ২০১২ সালের ২২ নভেম্বর ‘কিশোরগঞ্জ জেলার নরসুন্দা নদী পুনর্বাসন ও পৌরসভা সংলগ্ন এলাকা উন্নয়ন প্রকল্প’ নামে এই কর্মযজ্ঞের উদ্বোধন করেছিলেন। ২১টি প্যাকেজের আওতায় বিদ্যুতায়ন, ৩৫ কি.মি নদী খনন, ১১টি নতুন সেতু, দু’টি পার্ক, ওয়াকওয়ে, ৮টি ঘাট, ওয়াচ টাওয়ার, মুক্তমঞ্চ, আরসিসি রাস্তা ও ডেক নির্মাণসহ বিভিন্ন কাজ হাতে নেয়া হয়েছিল। প্রকল্পটি সম্পন্ন করেছিল স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আমিরুল ইসলাম জানান, সর্বসাকুল্যে ১১০ কোটি টাকা বরাদ্দ হয়েছিল। কাজ করা হয়েছে ১০০ কোটি টাকার। এর মধ্যে অবকাঠামো নির্মাণ করতেই খরচ হয়েছে প্রায় ৮০ কোটি টাকা।
এই প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে জেলা প্রশাসনের রাজস্ব বিভাগ নদীর সীমানা পরিমাপ করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শত শত অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছিল। অনেকে উচ্ছেদের বিরুদ্ধে মানববন্ধন, সমাবেশ এবং মামলাও করেছিলেন। তবে এসব মোকাবেলা করেও নদীটি খনন করে প্রকল্পটি শেষ করা হয়েছিল ২০১৬ সালে। তখন এই প্রকল্প নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছিল। অভিযোগের প্রেক্ষিতে সরকারের কয়েকজন সচিবের উপস্থিতিতে কিশোরগঞ্জে গণশুনানিও অনুষ্ঠিত হয়েছিল। এর পর মো. রইছউদ্দিন নামে এলজিআরডি মন্ত্রণালয়ের একজন যুগ্ম-সচিবকে দিয়ে তদন্ত করালে তিনি সরেজমিনে তদন্ত করে এই প্রকল্পে অনিয়মের কথা স্থানীয় সাংবাদিকদের কাছে প্রেস ব্রিফিংয়ে স্বীকারও করেছিলেন।
তবে প্রকল্পটি সম্পন্ন করার পর নিম্নমানের কাজ এবং প্রকল্পের কোন রক্ষণাবেক্ষণ না থাকায় বিভিন্ন স্থাপনায় দেখা দেয় ফাটল আর ভাঙন। নতুন করে দুই পাড়ের মাটি ভেঙে আর বর্জ্য পড়ে ভরাট হতে থাকে নদী। জন্ম নিতে থাকে কচুরিপানাসহ নানা জাতের আগাছা। পাশাপাশি চলতে থাকে দখলের উদ্যোগ। বিভিন্ন সময় প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পাঠিয়ে এসব দখল উচ্ছেদ করলেও আবার চলে দখলের উদ্যোগ। নতুন করে দখলের নমুনা দেখা গেছে পুরানথানা, কাচারিবাজার, গাইটাল, শোলাকিয়াসহ নদীর বিভিন্ন এলাকায়। কোথাও গাছ লাগিয়ে, কোথাও অস্থায়ী স্থাপনা নির্মাণ করে, কোথাও বাঁশের বেড়া দিয়ে নদী দখলের নমুনা দেখা গেছে।
শহরের প্রাণকেন্দ্র পুরানথানা এলাকায় দেখা গেছে, এক ব্যক্তি নরসুন্দার প্রায় অর্ধেকটা পর্যন্ত বাঁশের বেড়া দিয়ে ঘেরাও করে রেখেছেন। এলাকার তৌফিকুল হক ও ফরিদ উদ্দিন জানান, হুমায়ুন কবীর নামে নিউটাউন এলাকার এক ব্যবসায়ী বেড়াটি দিয়েছেন। তারা প্রশ্ন করেছেন, এভাবে নদীর মাঝখান পর্যন্ত বেড়া দিলে তাহলে নদী কোথায়? হুমায়ুন কবীর এই জায়গাটা নিজের দাবি করে বলেছেন, নদীর জায়গা অপর পাড়ে। ক্রমান্বয়ে সেখানে ভরাট করে এক সময় স্থাপনা নির্মাণ করা হবে বলে এলাকাবাসীর আশঙ্কা। জায়গার মালিকানার ব্যাপারে কথা বলার জন্য হুমায়ুন কবীরের মোবাইল নম্বরে একাধিকবার ফোন করলেও বন্ধ পাওয়া যায়।
দখলের বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আমিরুল ইসলাম জানান, ‘আমরা এলজিইডির পক্ষ থেকে প্রকল্পটি আগেই সরকারের কাছে হস্তান্তর করে দিয়েছি। এখন কেউ দখল করলে এর দায় এলজিইডি বিভাগের নয়। নদীর কর্তৃপক্ষ পানি উন্নয়ন বোর্ড এবং জেলা প্রশাসনের নদী রক্ষা কমিটি।
তবে জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেন জানিয়েছেন, পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে নদীর ১৪৪ কিলোমিটার এলাকা দখল ও দূষনমুক্ত করার জন্য একটি সমীক্ষা করা হচ্ছে। সমীক্ষার সুপারিশ বাস্তবায়নের সময় সব রকমের অবৈধ দখলই উচ্ছেদ হয়ে যাবে। অন্যদিকে পরিবেশ অধিদপ্তর দাতা সংস্থার কাছ থেকে অনুদান নিয়ে নদীর কচুরিপানাসহ বর্জ্য রিসাইক্লিং করার একটি উদ্যোগ গ্রহণ করছে। তাতে পানি উন্নয়ন বোর্ড সহায়তা করবে বলে জানিয়েছেন নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেন।
দখলের বিষয়ে কথা বলার জন্য জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাহিদ হাসান খানকে একাধিকবার ফোন করলেও তিনি কল রিসিভ করেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *