# মোস্তফা কামাল :-
কিশোরগঞ্জের হাওরাঞ্চলের গরিব রোগীরা সাধারণত বিশিষজ্ঞ চিকিৎসকদের সেবা থেকে বঞ্চিত হন। তাদের পক্ষে শহরে গিয়েও বিশেষজ্ঞ চিকিৎসক দেখানো সম্ভব হয়ে ওঠে না। এসব গরিব মানুষেরা এবার নিজ এলাকাতেই পেয়েছেন সেনা বাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসকদের চিকিৎসা বেন। ১৬ জুলাই বুধাবর মিঠামইনে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা ক্যাম্প স্থাপন করে চার শতাধিক গরিব দুঃস্থ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়েছে। এর মধ্যে নারী ও পুরুষের পাশাপাশি শিশুও রয়েছে।
চিকিৎসা ক্যাম্প সূত্রে জানা গেছে, সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের উদ্যোগে ও ১৯ আর্টিলারী বিভাগের তত্ত্বাবধানে বুধবার সকাল থেকে দিনব্যাপী মিঠামইন সদরের জেলা পরিষদ মিলনায়তনে চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। এসময় মিঠামইন সেনানিবাসের কমান্ডিং অফিসার মেজর সায়খ চিকিৎসা ক্যাম্প পরিদর্শন করেন।
ময়মনসিংহের সম্মিলিত সামরিক হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ মেজর ডা. ফরহাদ, ক্যাপ্টেন ডা. আসিফ ও শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের স্ত্রীরোগ বিশেষজ্ঞ সাদিয়া ডোরা চিকিৎসা সেবা প্রদান করেন। তাঁদের সহায়তা করেন সেনাবাহিনীর মেডিক্যাল কোরের সদস্যসহ বাহিনীর অন্যান্য সদস্যবৃন্দ। চিকিৎসা ক্যাম্পে গিয়ে দেখা গেছে, বাইরে শতাধিক চিকিৎসার্থী অপেক্ষমান আছেন। এদের মধ্যে নারীর সংখ্যাই বেশি। মেডিক্যাল কোরের সদস্যরা তাদের নাম নিবন্ধন করছেন। এরপর রোগীরা গিয়ে লাইনে দাঁড়াচ্ছেন। এক সঙ্গে তিনজনকে ভেতরে নেওয়া হচ্ছে। সেখানে অভ্যর্থনার দায়িত্বে নিয়োজিত সেনা সদস্যরা তাদের হাতে রোগ অনুযায়ী একটি কাগজ লিখে দিয়ে নির্দিষ্ট চিকিৎসকের টেবিলে পাঠাচ্ছেন। চিকিৎসক তাদেরকে যত্ন সহকারে দেখে ওষুধ লিখে দিচ্ছেন। এরপর ওষুধের টেবিলে গিয়ে চাহিদামত ওষুধ নিয়ে বেরিয়ে যাচ্ছেন। এসময় সেনা সদস্যদের দেখা গেছে, বয়োঃবৃদ্ধ রোগীদের ধরে ধরে সিঁড়ি থেকে নামতে সহায়তা করছেন। অত্যন্ত সুশৃংখলভাবে চিকিৎসা ক্যাম্প পরিচালনা করা হয়।
চিকিৎসা নিতে আসা ইসলামপুর গ্রামের মৃত আব্দুল জব্বারের স্ত্রী বৃদ্ধা আলেকচান বিবি (৬৫) জানান, তিনি জ্বর আর শরীর ব্যথা নিয়ে এসেছেন। তিনি মানুষের কাছে শুনেছেন, এখানে সেনাবাহিনী বিনামূল্যে খুব ভাল চিকিৎসা দিবে। সেই কারণে এসেছেন। শান্তিপুরের হুমায়ুন কবীরের স্ত্রী সুমিয়া (৩০) এসেছিলেন দেড় মাসের শিশুপুত্র রহমত ওয়ালিউল্লাহকে নিয়ে। দু’জনই চিকিৎসা নিয়েছেন। বড়হাটি গ্রামের বিদ্যুৎ চন্দ্র দাসের স্ত্রী বৃষ্টি রাণী দাস (২৫), মৈষাকান্দি গ্রামের ইন্তাজ মিয়া (৬৫), শান্তিপুর গ্রামের কাঠ ব্যবসায়ী ও স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র আলম আহমেদসহ অনেকের সাথেই আলাপ করে জানা গেছে, তাঁরা সেনা বাহিনীর উন্নত চিকিৎসা সেবার কথা শুনে এখানে এসেছেন। মেজর সায়খ জানিয়েছেন, আপাতত মিঠামইনে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। পরবর্তীতে প্রয়োজনবোধে হাওরের অষ্টগ্রাম এবং ইটনা উপজেলায়ও চিকিৎসা ক্যাম্প স্থাপন করা হবে।