• রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিকলীতে পপির উদ্যোগে ডিজিটাল লিটারেসি কর্মশালা কুলিয়ারচরে মোটরসাইকেল কিনতে টাকার বায়না, যুবকের আত্মহত্যা কুলিয়ারচরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে থানায় মতবিনিময় সভা অনুষ্ঠিত বাজিতপুর উপজেলা বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন দোকানপাটে হামলার জেরে মাদক ব্যবসায়ীর বাড়িতে গ্রামবাসীর আগুন ভৈরবে জলাবদ্ধতায় অর্ধশতাধিক পরিবারের ভোগান্তি, রাস্তা সংস্কারের আশ্বাস ইউএনওর ইটভাটা মালিক সমিতির ৩০তম সাধারণ সভা কিশোরগঞ্জ বিএনপির সম্মেলন সভাপতির মনোনয়ন ৫০ হাজার সাধারণ সম্পাদক ৩০ হাজার টাকা ভৈরবে ৪৩ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার ও সহায়ক উপকরণ প্রদান কটিয়াদীতে ভাঙা সেতুর কারনে হাজার হাজার মানুষের চলাচলে দুর্ভোগ

ভৈরবে কচুরি পানায় ভরে গেছে নদী, জনদুর্ভোগ চরমে

# জয়নাল আবেদীন রিটন :-
ভৈরবে শীতলপাটি নদীতে কচুরিপানায় ভরে গেছে নদীর বেশ কিছু অংশ। এতে করে বন্ধ হয়ে গেছে সকল ধরনের নৌযান চলাচল। কচুরি পানায় নদী ভরাট হওয়ায় বেকার হয়েছে অনেক জেলে। বন্ধ হয়ে গেছে নদী পথে ব্যবসা বাণিজ্য এবং পারাপারের দুটি খেয়া ঘাটও। কচুরি পানার মশা মাছি থেকে রোগে আক্রান্ত হচ্ছে নদী পারের মানুষ। প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসারের দ্বারস্থ হয়েছে ভুক্তভোগী এলাকাবাসী।
উপজেলার জোয়ানশাহী হাওরের বর্ষা মৌসুম প্রতিবছর জাফরনগর গ্রামের কুড়ের খাল দিয়ে পূর্ব পাশ থেকে শীতলপাটি নদী দিয়ে পানি চলাচল করতো। কিন্তু বিগত ২০১৮ সালে গ্রামের পাশ দিয়ে পাকা রাস্তা নির্মাণ করার কারণে খালের মুখটি বন্ধ হয়ে যায়। এছাড়াও আরো ছোট বড় কয়েকটি খালের মুখ বন্ধ করায় বর্ষা মৌসুমের সময় নদীতে পানি ঢুকতে না পারায় জমে থাকা পানিতে দূষিত পরিবেশ অপরদিকে নদীর উপর প্রায় ৩ কিলোমিটার জুড়ে ঢেকে গেছে কচুরি পানায়। দূর থেকে দেখলে মনে হবে এটা দিগন্ত জোড়া ফসলের সবুজ মাঠ। গত ৫ বছর ধরেই এ নদীতে কচুরিপানার স্তূপ এ অবস্থাতেই রয়েছে। পার্শ্ববর্তী শ্রীনগর গ্রামে একটি হাইস্কুল ও দুটি মাদ্রাসার শিক্ষার্থীরা নদী পারাপার হতে না পারায় শিক্ষার্থীরা স্কুল ও মাদ্রাসাতে যাওয়া বন্ধ করে দিয়েছে। দীর্ঘদিন পানি চলাচল না হওয়ায় নদীর পানিতে ময়লা আবর্জনাসহ মশামাছি জট বেধেছে। এতে করে নদী দু-পাড়ের মানুষের মাঝে বিভিন্ন রোগবালাই দেখা দিয়েছে। এতে করে প্রায় তিন কিলোমিটার রাস্তা ঘুরে বিভিন্ন বাহনে অতিরিক্ত ভাড়া দিয়ে চলাচল করতে হচ্ছে স্থানীয়দের।
শ্রীনগর গ্রামের মোয়াজ্জেম হোসেন বলেন, আমাদের শীতল পাটি নদীতে জলাবদ্ধতার একমাত্র কারণ হলো জাফর নগর গ্রামের কুড়ের খালটি বন্ধ হয়ে গেছে। এই খালে যদি একটি ব্রিজ করা হয় তাহলে জোয়ানশাহী হাওরের পানি এ নদী দিয়ে নামলে এখানকার জলাবদ্ধতা দূর হয়ে যাবে।
৯নং ওয়ার্ডের বাদল মিয়া বলেন, বিগত ৫ বছর আগেও এ নদীর পানি ছিল স্বচ্ছ। খালটা বন্ধ হওয়ায় আমরা অনেক দুর্ভোগে পড়েছি। গরু বাছুরসহ নিজেরাও গোসল দিতে পারি না। এ পানিতে নামলেই চর্ম রোগ দেখা দেয়। তাছাড়া মশার বিস্তার হয়েছে প্রচুর। ময়লা আবর্জনা জমে দুর্গন্ধ ছড়াচ্ছে। মশার কামড়েও অনেক রোগ দেখ দিয়েছে। কচুরি পানায় পুরো নদীটাই বন্ধ হয়ে গেছে।
শ্রীনগর পূর্ব পাড়ার রসিদ ভূইয়া বলেন, গত কিছুদিন আগে কিছুটা কচুরিপানা পরিষ্কার করে গাভীকে গোসল দিয়েছিলাম। পরদিনই গরুটা ডাম্পিং রোগে আক্রান্ত হয়ে মারা যায়। ৫ বছর ধরেই কোনো পশুকে গোসল দিতে পারি না। নদীটি বর্তমানে আমাদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। এ নদী থেকে বিভিন্ন রোগ ছড়াচ্ছে।
৯নং ওয়ার্ডের বাসিন্দা হযরত আলী বলেন, এ নদীটা শত বছর ধরেই প্রবহমান ছিল। এ নদীতে মাছ শিকার করে জেলেরা তাদের জীবিকা নির্বাহ করতো। বিভিন্ন নৌকা যোগে মানুষ ব্যবসা বাণিজ্য করতো। পানি চলাচল না করায় মানুষের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে। বেকার হয়েছে শতাধিক জেলে। শুধু যে ব্যবসা বাণিজ্য বন্ধ তাই নয়। আমরা ম্যালেরিয়া, ডায়রিয়া, ডেঙ্গু জ্বর এবং পানিবাহিত বিভিন্ন রোগেও আক্রান্ত হচ্ছি।
সমাজসেবক আব্দুল আওয়াল বলেন, এ জলাবদ্ধতার কারণে পানি দূষিত হয়েছে। দুই গ্রামের মানুষ এ নদীতে তাদের সাংসারিক কাজও গৃহস্থালী কাজে ব্যবহার করতে পারছে না। অনেকেই এখানে মাছ শিকার করে তাদের জীবিকা নির্বাহ করতো। পাঁচ বছর ধরেই সেটাও বন্ধ হয়ে গেছে। অনেকেই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। বর্তমানেও পাঁচ থেকে সাতজন বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে। শ্রীনগরের বধূনগর গ্রামের প্রায় শতাধিক ব্যবসায়িক নৌকা ছিল। বর্তমানে সেগুলোও বন্ধ রয়েছে একমাত্র কচুরিপানার কারণে।
সাবেক ইউপি সদস্য আয়াত উল্লাহ বলেন, নদীতে পানি চলাচল না থাকায় দীর্ঘদিন যাবত কচুরি পানা জমে পানি দূষিত করেছে। দুর্গন্ধ ছড়াচ্ছে। ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। মানুষ যাতায়াতের জন্য ছিল দুটি খেয়া নৌকা। এ খেয়া পার হয়ে শিক্ষার্থীরা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যেত। এখন আর তা সম্ভব হচ্ছেনা। তাছাড়াও আমার জানা মতে নদী তীরবর্তী দুটি গ্রামের বেশ কয়েকজন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে। পাঁচ টাকা দিয়ে নদী পার হয়ে শিক্ষা প্রতিষ্ঠানে আসতো। নদী বন্ধ হওয়াতে এখন রাস্তা ঘুরে আসতে হলে তাদের লাগে ৫০ টাকা থেকে ৬০ টাকা। সেকারণে এখন অনেক শিক্ষার্থী তাদের লেখা পড়া থেকে আগ্রহ হারিয়ে ফেলেছে।
জনৈক নারী বলেন, এক সময় এ নদীতে রান্নাবান্নার প্রয়োজনীয় কাজ সারতাম। নিজেরাও গোসল করতাম, কাপড় চোপড় ধৌত করতাম। এখন সব বন্ধ হয়ে গেছে। কচুরি পানার দুর্গন্ধে ঘরে থাকা যায় না। ভাত খেতে বসলেও খেতে পারি না দুর্ঘন্ধের কারণে। সন্ধ্যা হলে মশার উপদ্রবে কয়েল জ্বালিয়ে কিংবা মশারিতেও কাজ হয় না। আর সাপ ব্যাঙ্গের উপদ্রবতো আছেই। সারা বছর ধরেই পানি বাহিত চর্ম রোগে আক্রান্ত থাকি আমরা। যদি পারতাম তাহলে বাড়ি ঘর ছেড়ে অন্যত্র চলে যেতাম।
অপর এক বৃদ্ধা নারী বলেন, এক সময় এ নদীতে বিভিন্ন রকমের নৌকা চলতো। আমরা এ নদীর পানি খেয়েছি। এ নদীর পানিতে পারিবারিক সকল কাজ সেরেছি। আর এখন এ নদীটি আমাদের মরণ জ্বালা হয়েছে। পানি তো ব্যবহার করাই যায় না। তার উপর বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছি। বিকাল থেকেই শুরু হয় মশা মাছির উপদ্রব। আমরা অতিষ্ঠ হয়ে গেছি।
ভৈরব উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন বলেন, আমি নিজে এ নদী পরিদর্শন করেছি। কচুরি পানা সরিয়ে নদীর পানি প্রবাহ সচল করা হবে। পুনরায় নদীপথে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটিয়ে অত্র অঞ্চলের মানুষের দুর্ভোগ কমাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *