# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের হাওর উপজেলা ইটনার জয়সিদ্ধি ইউনিয়নের আলগাপাড়া গ্রামের মনু মিয়া (৬৮) ছিলেন দেশের এক বিরল ও আলোচিত চরিত্র। তিনি বিনা পারিশ্রমিকে জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় জীবনে ৩ হাজার ৫৭টি কবর খনন করেছেন। কোন মৃত্যুর খবর পেলেই তিনি ঘোড়ায় চড়ে কবর খননের সরঞ্জামাদি নিয়ে ছুটে যেতেন। তাঁকে ডাকা হতো ‘শেষ ঠিকানার কারিগর’। অসুস্থ অবস্থায় তিনি গত ২৪ জুন সকালে নিজ বাড়িতে মারা গেছেন।
মনু মিয়ার কোন সন্তান নেই। সংসারে আছেন কেবল স্ত্রী রহিমা বেগম। সামান্য কিছু জমি আছে। তা দিয়েই কোন রকমে চলে যেত সংসার। মনু মিয়ার মৃত্যু সংবাদের পাশাপাশি জীবন কাহিনী মিডিয়ার বদৌলতে ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। এই মর্মস্পর্শী জীবন কাহিনী জানতে পেরে সিলেটের এক কানাডা প্রবাসী ইটনার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে মনু মিয়ার স্ত্রীর জন্য কিছু নগদ অর্থ পাঠিয়েছেন।
ইউএনও মোহাম্মদ রায়হানুল ইসলাম ১২ জুলাই শনিবার বিকালে মনু মিয়ার বাড়িতে গিয়ে স্ত্রী রহিমা বেগমের হাতে সেই অনুদানের টাকা তুলে দিয়েছেন। ইউএনও রায়হানুল ইসলাম জানান, সিলেটের ওই মানবিক ব্যক্তি কানাডা থেকে ৫২ হাজার টাকা পাঠিয়েছেন। তবে তিনি নিজের নাম প্রকাশ করতে চান না। এছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও ১০ হাজার টাকা দেওয়া হয়েছে। মনু মিয়ার স্ত্রীর যে কোন প্রয়োজনে উপজেলা প্রশাসন পাশে থাকবে বলে ইউএনও আশ্বাস দিয়েছেন। এসময় অন্যান্যের মধ্যে মনু মিয়ার ভাই সাইদুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।