# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের নিকলী উপজেলায় কিশোরগঞ্জ-৫ আসনের জামায়তে ইসলামীর প্রার্থী জেলা জামায়াতের আমীর অধ্যাপক রমজান আলী গণসংযোগ করেছেন। তিনি ১৩ জুলাই রোববার জারইতলা ইউনিয়নের শাহপুর এলাকায় গণসংযোগ করেন। এসময় স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি আগামী দিনে দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত দেশ গড়ে তোলার জন্য জামায়াতে ইসলামীকে ভোট দেওয়ার আহবান জানান।
এরপর তিনি রসুলপুর বাজারেও গণসংযোগ করেন। এসময় তিনি বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দসহ সাধারণ ব্যবসায়ী ও সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন। গণসংযোগ কর্মসূচীতে আরও উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সামছুল আলম সেলিম, নিকলী উপজেলা জামায়াতের আমীর মো. আবুল হোসেন, সাবেক আমীর মো. মতিউর রহমান, জারইতলা ইউনিয়ন জামায়াতের সভাপতি মনহর আলী, সেক্রেটারি রতন মিয়া প্রমুখ।