# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের কচুরিপূর্ণ বক্তব্য, সারাদেশে তারেক রহমানকে নিয়ে কটুক্তি করাসহ বিএনপি কেন্দ্রীয় অফিসের সামনে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ভৈরব উপজেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল। গতকাল সোমবার সকাল ১১টায় ঢাকা-সিলেট মহাসড়ক দুর্জয় পাদদেশে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। সকাল থেকে ভৈরব উপজেলার ইউনিয়ন ও পৌর শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে যোগদান করেন। উপজেলা যুবদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন সুজনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, পৌর যুবদলের আহ্বায়ক হানিফ মাহমুদ, সদস্য সচিব জুবায়ের আল মাহমুদ আফজাল, সিনিয়র যুগ্ম-আহবায়ক ইকবাল হোসেন দানিছ, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক হাজী জামান, তানভীর আহমেদ, খলিলুর রহমান, পৌর যুবদল যুগ্ম-আহবায়ক মনজুরুল ইসলাম সবুজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নিয়াজ মুর্শেদ আঙ্গুর, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মোবারক হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক রেজুয়ান উল্লাহ, সদস্য সচিব আরিফ মোহাম্মদ ফরহাদ, পৌর ছাত্রদল সভাপতি মুকিত আব্দুল্লাহ ফারুকী, হাজী আসমত কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সানি তালুকদার, সাধারণ সম্পাদক জিন্নাহসহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, তারেক রহমানকে নিয়ে একটি কচুক্রিমহল উদ্দেশ্যমূলক অপপ্রচার ও কটুক্তি করছে। তাদের উদ্দেশ্য হলো আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচাল করা। একটি মহল বিএনপির সুনামক্ষুন্ন করে রাজনৈতিক ফায়দা নেয়ার চেষ্টা করছে। ঢাকা কেন্দ্রীয় বিএনপির অফিসের সামনে ককটেল বিস্ফোরণ করে একটি আতঙ্ক সৃষ্টি করছে। যা এ ষড়যন্ত্রের একটি অংশ। বিভিন্ন রাজনৈতিক দলসহ আওয়ামী লীগের ষড়যন্ত্রের মোকাবেলা করতে ভৈরব বিএনপিসহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মাঠে রয়েছে। যেকোন ষড়যন্ত্রের মোকাবেলা করতে আমরা বদ্যপরিকর।
আলোচনা শেষে বিক্ষোভ মিছিল দুর্জয় পাদদেশ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়।