# ইশতিয়াক আহমাদ শৈভিক :-
ভৈরব উপজেলার শিবপুর ইউনিয়নের জামালপুর গ্রামে প্যারালাইস্ট রোগী নীল মিয়া সরকারের ছেলে মেরাজ মিয়া সরকারকে পরিকল্পিতভাবে গলা কেটে হত্যার চেষ্টা এবং পরে তার বিরুদ্ধেই উল্টো মিথ্যা ডাকাতির মামলা দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। ১১ জুলাই শুক্রবার বিকাল ৫টায় ভৈরবের দুর্জয় মোড় এলাকার আমেনা ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আহত মেরাজ মিয়ার স্ত্রী তানজিনা আক্তার। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, ছোট বোন তানিয়া সরকারসহ পরিবারের অন্যান্য সদস্যরাও।
অশ্রুসিক্ত কণ্ঠে তানজিনা আক্তার বলেন, “আমার স্বামী নিরীহ একজন মানুষ। সে কিছুদিন আগেই আমার বাবার বাড়িতে বেড়াতে এসেছিল। কিন্তু পূর্বশত্রুতার জেরে ৭ জুলাই রাতে স্থানীয় ১নং ওয়ার্ড ইউপি সদস্য ছালাম মিয়া ও তার সহযোগীরা আমাদের বাড়ির পিছনে ধারালো অস্ত্র নিয়ে আমার স্বামী মেরাজকে গলা কেটে, মাথা ও শরীরে একের পর এক আঘাত করে হত্যার চেষ্টা করে। আমরা চিৎকার করলেও কেউ তাকে বাঁচাতে পারছিল না।”
তিনি আরও বলেন, “আমরা গুরুতর আহত অবস্থায় তাকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। অথচ হামলার বিচার না করে, প্রভাবশালীরা তার বিরুদ্ধেই থানায় মিথ্যা ডাকাতির মামলা দিয়ে দেয়। এরপর পুলিশ তাকে হাসপাতাল থেকেই গ্রেপ্তার করে আদালতে পাঠায়।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছোট বোন তানিয়া সরকার বলেন, আমার ভাই মেরাজ মিয়া একজন নিরীহ মানুষ। তার কোনো অপরাধ নেই। ছালাম মিয়া মেম্বার একজন প্রভাবশালী এবং তার বিরুদ্ধে এর আগেও মারধর ও ভীতি প্রদর্শনের অভিযোগ রয়েছে। কিন্তু রাজনৈতিক পরিচয়ের কারণে সে ধরা-ছোঁয়ার বাইরে থেকে গেছে। আমরা অসহায় হয়ে গেছি। ভাইয়ের রক্তের দাগ শুকায়নি, অথচ সে-ই আজ আসামি। এটা কেমন বিচার? “আমরা গরিব মানুষ, ক্ষমতার কাছে আমরা ন্যায়বিচার পাচ্ছি না।”