• রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিকলীতে পপির উদ্যোগে ডিজিটাল লিটারেসি কর্মশালা কুলিয়ারচরে মোটরসাইকেল কিনতে টাকার বায়না, যুবকের আত্মহত্যা কুলিয়ারচরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে থানায় মতবিনিময় সভা অনুষ্ঠিত বাজিতপুর উপজেলা বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন দোকানপাটে হামলার জেরে মাদক ব্যবসায়ীর বাড়িতে গ্রামবাসীর আগুন ভৈরবে জলাবদ্ধতায় অর্ধশতাধিক পরিবারের ভোগান্তি, রাস্তা সংস্কারের আশ্বাস ইউএনওর ইটভাটা মালিক সমিতির ৩০তম সাধারণ সভা কিশোরগঞ্জ বিএনপির সম্মেলন সভাপতির মনোনয়ন ৫০ হাজার সাধারণ সম্পাদক ৩০ হাজার টাকা ভৈরবে ৪৩ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার ও সহায়ক উপকরণ প্রদান কটিয়াদীতে ভাঙা সেতুর কারনে হাজার হাজার মানুষের চলাচলে দুর্ভোগ

আগামী ১৯ জুলাই ভৈরবে দুই শতাধিক পরিবহন চালককে প্রশিক্ষণ দেবে নিসচা ভৈরব শাখা ও ভৈরব পৌরসভা

#  মো. আলাল উদ্দিন :-
আগামী ১৯ জুলাই শনিবার ভৈরব পৌর মিলনায়তনে দুই শতাধিক পরিবহন চালকদের জন্য প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করছে ভৈরব নিরাপদ সড়ক চাই (নিসচা) ও ভৈরব পৌরসভা। এই কর্মশালায় পরিবহন শ্রমিকদের ট্রাফিক আইন, নিরাপদ ড্রাইভিং কৌশল এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধের উপায় সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হবে। এর মাধ্যমে চালকরা তাদের দক্ষতা বৃদ্ধি করতে এবং সড়ক নিরাপত্তা সম্পর্কে আরও সচেতন হতে পারবে। পরিবহন চালক প্রশিক্ষণ কর্মশালার মূল উদ্দেশ্য হল সড়ক দুর্ঘটনা কমানো, প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে চালকদের মধ্যে ট্রাফিক আইন ও নিরাপদ ড্রাইভিং বিষয়ক সচেতনতা বৃদ্ধি করে সড়ক দুর্ঘটনা কমানো সম্ভব।
আধুনিক ড্রাইভিং কৌশল এবং যানবাহন রক্ষণাবেক্ষণের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে চালকদের দক্ষতা বৃদ্ধি করা হবে। কর্মশালায় সড়ক নিরাপত্তা বিষয়ক বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হবে, যা চালকদের মধ্যে সচেতনতা বাড়াতে সাহায্য করবে। এই কর্মশালায় ভৈরব এলাকার পরিবহন শ্রমিক, বিভাটেক, সিএনজি চালিত অটো রিকশা, মটরসাইকেল, মাইক্রোবাস, বাস ও ট্রাক চালকরা অংশ নেবেন। কর্মশালায় প্রশিক্ষকরা ট্রাফিক আইন, সড়ক নিরাপত্তা এবং দুর্ঘটনা প্রতিরোধে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। এছাড়াও চালকরা কর্মশালায় তাদের অভিজ্ঞতা বিনিময় এবং প্রশ্ন করার সুযোগ পাবেন। কর্মশালায় নিসচার কেন্দ্রীয় পর্ষদের ভাইস-চেয়ারম্যান লিটন এরশাদ, সাবেক যুব বিষয়ক সম্পাদক নাহিদ ইসলাম, নিসচা ড্রাইভিং ও মেকানিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর মো. কামরুজ্জামানসহ বেশ ক’জন প্রশিক্ষক তাদের প্রশিক্ষণ প্রদান করবেন। অনুষ্ঠানটি সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে বলে এ প্রতিনিধিকে জানিয়েছেন নিসচা ভৈরব শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের অন্যতম সদস্য মো. আলাল উদ্দিন।
পরিবহন চালক প্রশিক্ষণের উদ্বোধন করবেন, ভৈরব উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক শবনম শারমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম। প্রধান আলোচক থাকবেন, হাইওয়ে পুলিশের গাজীপুর রিজিয়নের পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম ঢাকার সভাপতি এরফানুল হক নাহিদ ও জাতীয় নাগরিক পার্টির যুগ্ম-সম্পাদক আহনাফ সাঈদ খানসহ ভৈরবের বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন, নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার সভাপতি মো. আরিফুল ইসলাম। ইতিমধ্যেই দু’শতাধিক চালক প্রশিক্ষণ কর্মশালাটি সুন্দর, সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে নিসচার সহ-সম্পাদক মো. দেলোয়ার হোসেন সুজন’কে আহবায়ক ও সাংগঠনিক সম্পাদক শাহ আলম জনি’কে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
উল্লেখ্য, নিসচা ভৈরব শাখা দুই যুগেরও বেশী সময় যাবত ভৈরবে সড়ক নিরাপদ আন্দোলন করে আসছে, নিসচা ভৈরব শাখা পর পর তিনবার জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ সংগঠনের সম্মানে ভূষিত হয়েছেন। পরিবহন চালক প্রশিক্ষণ কর্মশালায় মিডিয়া পার্টনার হিসেবে থাকছেন এতদঞ্চলের শীর্ষ পত্রিকা দৈনিক পূর্বকন্ঠ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *