# নিজস্ব প্রতিবেদক :-
নিখোঁজের ৫ দিন পর কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া এলাকা থেকে অর্ধগলিত অবস্থায় রৌজা মনি নামে ৬ বছরের এক মেয়ের লাশ উদ্ধার হয়েছে। মেয়েটি মারিয়া ইউনিয়নের চর মারিয়া গ্রামের গার্মেন্টস কর্মী সুমন মিয়ার সন্তান। গত ৬ জুলাই বাড়ির সামনে খেলা করা অবস্থায় মেয়েটি নিখোঁজ হয়। ১১ জুলাই শুক্রবার সকাল ১১টার দিকে এলাকার এক কৃষক গরুর জন্য ঘাস কাটতে গেলে একটি পাট ক্ষেতে লাশটি দেখতে পান। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, অর্ধগলিত হবার কারণে সুরতহালে মৃত্যুর কারণ বোঝারও উপায় নেই। লাশের ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় এলাকার ২৮ বছরের এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে ওসি জানিয়েছেন। তবে তার সম্পৃক্ততা না পাওয়া পর্যন্ত নাম প্রকাশ করতে চান না।
রৌজার বাবা সুমন মিয়া জানিয়েছেন, রৌজাকে বিভিন্ন জায়গায় খোঁজ করেও সন্ধান না পেয়ে থানায় নিখোঁজ ডায়রি করা হয়েছিল। শুক্রবার অর্ধগলিত অবস্থায় মেয়ের লাশ পাওয়া গেল। তারা স্বামী-স্ত্রী ঢাকায় গার্মেন্টস কারখানায় চাকরি করেন। রৌজা নানার বাড়িতে থাকতো। এলাকার প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে পড়তো।