# সারোয়ার হোসেন শাহীন :-
কিশোরগঞ্জের কটিয়াদীতে বৃক্ষরোপন কর্মসূচি চলছে। কটিয়াদী উপজেলা শাখা জাতীয় নাগরিক সমন্বয়ক কমিটি যুগ্ম-সমন্বয়ক মতিউর রহমানের নেতৃত্বে উপজেলার মসুয়া ইউনিয়নের মুহতামিম নূরুল উলুম কওমী মাদ্রাসা এবং বেতাল কওমী মাদ্রাসাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বৃক্ষরোপন কর্মসূচি চলমান রয়েছে।
এসময় আরো উপস্থিত ছিলেন, তরুণ সমাজসেবক রুবেল মিয়া, মাওলানা আ. গাফফার, ওমর ফারুক, ফয়সাল আহমেদ, নাইম মাহমুদসহ মাদ্রাসার ও এতিমখানার ছাত্রবৃন্দ।
জাতীয় নাগরিক সমন্বয়ক কমিটির কটিয়াদী উপজেলা শাখার যুগ্ম-সমন্বয়ক মতিউর রহমান বলেন, আমরা কিছুদিনের মধ্যে কটিয়াদী উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থানে পরিবেশ রক্ষার জন্য বৃক্ষরোপন কর্মসূচি চালিয়ে যাব।