# রাজন সরকার :-
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহায়তায় কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে এ্যাসিসটিভ ডিভাইস বিতরণ করা হয়েছে। ৩ জুলাই বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে বিভিন্ন বিদ্যালয়ের ১২ জন শিক্ষার্থীদের মাঝে এসব এ্যাসিসটিভ ডিভাইস বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. বিল্লাল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পাঁচজন শিক্ষার্থীকে হুইল চেয়ার, ছয়জন শিক্ষার্থীকে শ্রবণযন্ত্র ও একজন শিক্ষার্থীর হাতে স্ক্র্যাচ তুলে দেন।
এসময় সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ড. দৌলত হোসেন ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের মাঝে এসব এ্যাসিসভিট ডিভাইস বিতরণ করায় অভিভাবকগণ উচ্ছ্বাস প্রকাশ করেন।