# মোহাম্মদ খলিলুর রহমান :-
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় ১২ ঘণ্টাব্যাপী যৌথ অভিযানে প্রায় ৬০ লক্ষ টাকার নিষিদ্ধ কারেন্ট ও চায়না/ম্যাজিক জাল জব্দ করে তা পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
২ জুলাই বুধবার দুপুর ১২টা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত বাজিতপুর হিলচিয়া বাজার এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারাশিদ বিন এনাম। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম রিয়েলসহ উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ, সেনাবাহিনী, পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস এবং স্থানীয় স্বেচ্ছাসেবীরা। বিষয়টি নিশ্চিত করেন ইউএনও ফারাশিদ বিন এনাম। গোপন সংবাদের ভিত্তিতে বাজারের একাধিক গুদামে হানা দিয়ে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করা হয়। জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ৬৪ বস্তা কারেন্ট জাল, যার দৈর্ঘ্য প্রায় ১ লাখ ২৪ হাজার মিটার এবং এর বাজার মূল্য আনুমানিক ১৭ লক্ষ ৯২ হাজার টাকা ও প্রায় ১ হাজার ৫০ পিস চায়না/ম্যাজিক জাল যার দৈর্ঘ্য ২৬ হাজার ২৫০ মিটার, এর বাজার মূল্য আনুমানিক ৪২ লক্ষ টাকা। আনুমানিক বাজার মূল্য ৫৯ লক্ষ ৯২ হাজার টাকা। তিনি আরো জানান, জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। অবৈধভাবে মাছ ধরার জন্য মজুত করা এসব জাল বাজিতপুরের নদী ও হাওরের জীববৈচিত্র্যের জন্য ছিল মারাত্মক হুমকি। ওই এলাকার মাছের প্রজনন ও বংশ বাড়াতে অবৈধ ও ক্ষতিকারক জাল ধ্বংস করার নিয়মিত অভিযান অব্যাহত আছে।’
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম রিয়েল বলেন, এই অভিযান ছিল আমার চাকরি জীবনের সবচেয়ে বড় অভিযান। রাত ৯টার পর স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের সহযোগিতায় জালগুলো নদীপাড়ে খোলা জায়গায় পুড়িয়ে ধ্বংস করা হয়। রাত সাড়ে ১২টার দিকে ধ্বংস কাজ শেষ হয়।
তিনি আরও বলেন, এই জাল নদীতে নামলে হাওরের মাছের প্রজনন ও উৎপাদনে ভয়াবহ ক্ষতি হতো।
জেলা মৎস্য বিভাগ জানায়, এসব অবৈধ জাল—বিশেষ করে চায়না ও কারেন্ট জাল—মা মাছ ও পোনা নিধনে ভয়াবহ ভূমিকা রাখে। ফলে নদী ও হাওরের মাছের স্বাভাবিক প্রজনন চক্র চরম হুমকির মুখে পড়ছে।
মৎস্য বিভাগের কর্মকর্তারা জানান, ভবিষ্যতেও এমন অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। হাওরাঞ্চলের মৎস্য সম্পদ রক্ষা ও টেকসই মৎস্য উৎপাদনের স্বার্থে প্রশাসন আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করবে।
স্থানীয়দের প্রশংসা ও উৎসাহে রাতভর চালানো এ অভিযানটি নদী ও হাওর রক্ষার অভিযানে এক মাইলফলক হয়ে থাকবে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্ট।