# উজ্জ্বল কুমার সরকার :-
চাকরি জাতীয়করণ ও টেকনিক্যাল পদমর্যাদাসহ ছয় দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন হোসেনপুর উপজেলা শাখা। আজ ২৪ জুন মঙ্গলবার সকাল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বরে এ কর্মসূচি পালন করা হয়।
ব্যানারে উল্লেখ করা হয়, স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে মাঠ পর্যায়ে স্বাস্থ্য সহকারীদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে ১৪তম গ্রেডে উন্নীতকরণ, ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণ শেষে ১১তম গ্রেড প্রদান, টেকনিক্যাল পদমর্যাদা নির্ধারণ, পদোন্নতির ধারাবাহিকতা বজায় রাখা, এবং সরকারের ঘোষিত নীতিমালার বাস্তবায়নের দাবিতে এ কর্মসূচি পালন করা হচ্ছে।
আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ জানান, তারা দীর্ঘদিন ধরে স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। কিন্তু সরকারের নীতিমালায় তাদের দাবি-দাওয়া এখনো পূরণ হয়নি। ফলে তাদের পেশাগত মর্যাদা ও প্রণোদনা থেকে বঞ্চিত হতে হচ্ছে। নেতারা আরও বলেন, স্বাস্থ্য সহকারীদের ন্যায্য দাবি বাস্তবায়নে বারবার আশ্বাস দেওয়া হলেও তা বাস্তব রূপ পাচ্ছে না। অবশেষে তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। দ্রুত সময়ের মধ্যে এসব দাবি বাস্তবায়নের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান তারা। দাবি মানা না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দেন বক্তারা।
অবস্থান কর্মসূচিতে উপদেষ্টা হুমায়ুন কবীর স্বাস্থ্য পরিদর্শক, মফিজ উদ্দিন স্বাস্থ্য পরিদর্শক, আবুল কাশেম, সহকারী স্বাস্থ্য পরিদর্শক বাংলাদেশ হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশন সভাপতি আ. বারীক, সাধারণ সম্পাদক হবিকুল হাসান, সাংগঠনিক মো. শাহীনুল ইসলাম, স্বাস্থ্য সহকারী মাহমুদুল হাসান, মোশাররফ হোসেন, শামসুল আলম, আ. কাদির, শওকত আলী, আনোয়ার, জেসমিন, নাসরিনসহ সকল স্বাস্থ্য সহকারী উপস্থিত ছিলেন।