# নিজস্ব প্রতিবেদক :-
রেলওয়ের সীমানার বাইরে ব্যক্তিগত গাছ কেটেও রেল পুলিশকে ৫ হাজার টাকা ঘুষ দিতে হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ করেছেন ময়মনসিংহের নান্দাইল উপজেলার আঠারোবাড়ি এলাকার দ্বীন ইসলাম নামে এক ব্যক্তি।
তিনি বলেন, তার শ্বশুর রতন মিয়া গত ১৭ জুন ঘর তৈরির কাজে নিজের জায়গার ওপর ১৫ হাজার থেকে ১৭ হাজার টাকা দামের দুটি রেইনট্রি গাছ কাটেন। রেললাইন থেকে রেলওয়ের জায়গা ৩৩ ফুট দূরত্ব পর্যন্ত। কিন্তু গাছগুলো ছিল ৩৮ ফুট ৮ ইঞ্চি দূরে।
এরপরও কিশোরগঞ্জের রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী আনিসুজ্জামান রাজন কিশোরগঞ্জ রেলওয়ে থানার ওসি লিটন মিয়াকে গাছ কাটার বিষয়ে খবর দেন। এরপর এএসআই পরভেজ গিয়ে গাছ নিতে নিষেধ করে ওসির সাথে দেখা করতে বলেন। পরদিন দ্বীন ইসলাম তার শ্বাশুড়ি কমলা আক্তারকে নিয়ে কিশোরগঞ্জ রেলওয়ে থানায় গিয়ে ওসি লিটন মিয়ার সাথে দেখা করেন। এসময় তাদেরকে মামলার ভয় দেখানো হয়। এক পর্যায়ে অন্য এক পুলিশ সদস্য ওসিকে ১০ হাজার টাকা দিয়ে সমস্যা মিটিয়ে ফেলার কথা বলেন। সাথে টাকা ছিল না। ৫ হজার টাকা দিয়ে চলে আসেন। এখন অবশ্য গাছের বিষয়ে আর কোন বাধা দিচ্ছে না।
এ ব্যাপারে ওসি লিটন মিয়া বলেন, গাছের বিষয়টি তারা দেখেন না। এটি প্রকৌশল বিভাগের কাজ। ৫ হাজার টাকা নেওয়ার অভিযোগটি তিনি চক্রান্ত উল্লেখ করে বলেন, নান্দাইলের এক রেল শ্রমিক নেতার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ তিনি তদন্ত করছেন। এসব কারণে তাকে বিতর্কিত করতেই এমন অভিযোগ আনা হচ্ছে।
এদিকে ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী আনিসুজ্জামান রাজন বলেন, তিনি রেললাইন তদারকি করার জন্য ওই এলাকায় গিয়ে গাছ কাটতে দেখে ওসি লিটন মিয়াকে অবহিত করেন। এর বেশি কিছু তিনি জানেন না।