• রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৩ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিকলীতে পপির উদ্যোগে ডিজিটাল লিটারেসি কর্মশালা কুলিয়ারচরে মোটরসাইকেল কিনতে টাকার বায়না, যুবকের আত্মহত্যা কুলিয়ারচরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে থানায় মতবিনিময় সভা অনুষ্ঠিত বাজিতপুর উপজেলা বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন দোকানপাটে হামলার জেরে মাদক ব্যবসায়ীর বাড়িতে গ্রামবাসীর আগুন ভৈরবে জলাবদ্ধতায় অর্ধশতাধিক পরিবারের ভোগান্তি, রাস্তা সংস্কারের আশ্বাস ইউএনওর ইটভাটা মালিক সমিতির ৩০তম সাধারণ সভা কিশোরগঞ্জ বিএনপির সম্মেলন সভাপতির মনোনয়ন ৫০ হাজার সাধারণ সম্পাদক ৩০ হাজার টাকা ভৈরবে ৪৩ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার ও সহায়ক উপকরণ প্রদান কটিয়াদীতে ভাঙা সেতুর কারনে হাজার হাজার মানুষের চলাচলে দুর্ভোগ

সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বকেয়ার জন্য বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন

সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল
কলেজ হাসপাতালের বকেয়ার
জন্য বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে বিদ্যুৎ বিল বকেয়া এক কোটি ৪৬ লাখ টাকা। একাধিকবার চিঠি দিলেও কর্তৃপক্ষ পরিশোধ করেনি। এ কারণে আজ ২৪ জুন মঙ্গলবার সকাল ৯টায় পুরো হাসপাতালের সংযোগ বিচ্ছিন্ন করে দেয় জেলা পিডিবি অফিস। মারাত্মক অচলাবস্থা এবং ভোগান্তি দেখা দেয় ৬ শতাধকি রোগীর চিকিৎসা সেবায়। অবশেষে চিঠি পাঠিয়ে পরিশোধের আশ্বাস দিলে বেলা ১২ টা ১০ মিনিটে পুনরায় সংযোগ প্রদান করা হয় বলে জানিয়েছেন জেলা পিডিবির নির্বাহী প্রকৌশলী মো. আবদুর রউফ।
নির্বাহী প্রকৌশলী বলেন, হাসপাতাল কর্তৃপক্ষকে একাধিকবার চিঠি দিয়ে ব্যক্তিগতভাবেও দেখা করেছি। প্রয়োজনে পিডিবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলার অনুরোধ করেছি। সবশেষে সোমবার ফোন করলেও হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. হেলিশ রঞ্জন সরকার ফোন ধরেননি। অবশেষে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে মঙ্গলবার সকাল ৯টায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ বকেয়া পরিশোধের আশ্বাস দিয়ে চিঠি পাঠালে বেলা ১২টা ১০ মিনিটে পুনরায় সংযোগ প্রদান করা হয়।
হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. হেলিশ রঞ্জন সরকার জানান, প্রায় ১০ বছর আগে থেকেই কিছু কিছু বকেয়া জমেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় যখনই কিছু টাকা বরাদ্দ দেয়, তখনই বিল পরিশোধ করা হয়। এবার বকেয়ার জন্য পিডিবি অফিস থেকে একাধিকবার চিঠি পাঠালে তাদেরকে আগামী অর্থবছরের জন্য জুলাই পর্যন্ত অপেক্ষা করতে অনুরোধ করা হয়েছিল। মাত্র এক সপ্তাহ অপেক্ষা করতে পারলো না। হাসপাতালের মত একটা স্পর্শকাতর প্রতিষ্ঠানের সংযোগ বিচ্ছিন্ন করে দিল। ৬ শতাধিক রোগীর চরম ভোগান্তি হয়েছে। অস্ত্রোপচারের শিডিউল ছিল। সেগুলো বন্ধ রাখতে হয়েছে। প্যাথলজিসহ বিভিন্ন পরীক্ষা বন্ধ করে দিতে হয়েছে। তিনি বলেন, এটা আমারও টাকা না, নির্বাহী প্রকৌশলীরও টাকা না। এক মন্ত্রণালয়ের টাকা যাবে আরেক মন্ত্রণালয়ে। এর জন্য একটি এত বড় হাসপাতালের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়, এর আগে কখনও দেখিনি।
শিশু ওয়ার্ডের দুই অভিভাবক আসমা আক্তার ও সাইদুর রহমান জানান, সকল রোগীদেরই এই প্রচণ্ড গরমে অনেক কষ্ট হয়েছে। বেশি কষ্ট হয়েছে শিশুদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *