# উজ্জ্বল কুমার সরকার :-
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় নারী জাগরণ ও সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে জাতীয় মহিলা সংস্থার আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
১৪ মে বুধবার জাতীয় মহিলা সংস্থার বাস্তবায়নে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীর ক্ষমতায়ন প্রকল্পের আওতায় উপজেলার শাহেদল ইউনিয়নের রহিমপুর গ্রামে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কাজী নাহিদ ইভা। এ সময় আরও উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা মো. মোফাজ্জল হক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আঞ্জুমান ইসলাম, তথ্যসেবা কর্মকর্তা আজিজুন নাহারসহ এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজসেবকগণ এতে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা নারীর ক্ষমতায়ন, শিশু অধিকার, বাল্যবিবাহ রোধ, নারী নির্যাতন প্রতিরোধসহ বিভিন্ন সামাজিক বিষয় নিয়ে আলোচনা করেন।