• রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৪ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিকলীতে পপির উদ্যোগে ডিজিটাল লিটারেসি কর্মশালা কুলিয়ারচরে মোটরসাইকেল কিনতে টাকার বায়না, যুবকের আত্মহত্যা কুলিয়ারচরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে থানায় মতবিনিময় সভা অনুষ্ঠিত বাজিতপুর উপজেলা বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন দোকানপাটে হামলার জেরে মাদক ব্যবসায়ীর বাড়িতে গ্রামবাসীর আগুন ভৈরবে জলাবদ্ধতায় অর্ধশতাধিক পরিবারের ভোগান্তি, রাস্তা সংস্কারের আশ্বাস ইউএনওর ইটভাটা মালিক সমিতির ৩০তম সাধারণ সভা কিশোরগঞ্জ বিএনপির সম্মেলন সভাপতির মনোনয়ন ৫০ হাজার সাধারণ সম্পাদক ৩০ হাজার টাকা ভৈরবে ৪৩ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার ও সহায়ক উপকরণ প্রদান কটিয়াদীতে ভাঙা সেতুর কারনে হাজার হাজার মানুষের চলাচলে দুর্ভোগ

অষ্টম শ্রেণির মেধাবী ছাত্র শুভ এক মাসেও উদ্ধার হয়নি, স্কুল সহপাঠী ও এলাকাবাসীর মানববন্ধন

# মোহাম্মদ খলিলুর রহমান :-
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার গাজিরচর ইউনিয়নের মফিজুর রহমান রোকন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির মেধাবী ছাত্র নাফিউন্নুর আকুঞ্জী শুভ (১৩) এক মাস ধরে নিখোঁজ। নিখোঁজ হওয়ার কিছুদিন পর তার বাবা শোয়েল আহম্মেদ আকুঞ্জী (সোহেল) বাজিতপুর থানায় একটি সাধারণ ডায়েরী করেন (যার নং- ৯০৭, ২২/০৪/২০২৫)।
নিখোঁজ হওয়ার এক মাস পার হয়ে গেলেও পুলিশ এখনো পর্যন্ত ওই শিক্ষার্থীকে উদ্ধার করতে পারেনি বলে স্কুলের সহপাঠী ও এলাকাবাসীর মাঝে পুলিশ সম্পর্কে নেতিবাচক ধারনার সৃষ্টি হয়েছে। ওই ছাত্রকে পুলিশ প্রশাসন উদ্ধার করতে না পারার কারণে ৬ মে মঙ্গলবার সকাল ১০টার দিকে গাজিরচর ইউনিয়নের গাজিরচর আনন্দ বাজারে সহস্রাধিক সহপাঠী, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেন।
নিখোঁজ শিক্ষার্থী নাফিউন্নুর আকুঞ্জী শুভর বাবা শোয়েল আহমেদ আকুঞ্জী মানববন্ধনে কান্নাজড়িত কণ্ঠে প্রশাসন ও সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, তার ছেলে গত এক মাস আগে নিখোঁজ হয়। এক মাস পাড় হয়ে গেলেও অদ্যাবধি আমার ছেলে উদ্ধার হয়নি। ছেলেকে খুঁজে না পাওয়া যে কি জ্বালা আমার পরিবার বুঝছে। শুভকে খুঁজে পেতে অত্র এলাকার সংবাদকর্মী ও প্রশাসনের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টাসহ সকল ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, গাজিরচর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আজিজুর রহমান বাচ্চু, গাজিরচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান ভূইয়া, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব নূরে আলম সিদ্দিক, নিখোঁজ ছাত্রের অভিভাবক অত্র ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শোয়েল আহমেদ আকুঞ্জী (সোহেল), গাজিরচর কৃষক দল সভাপতি খন্দকার আজিজুর রহমান, কুলিয়ারচর উপজেলা বিএনপি যুব বিষয়ক সম্পাদক শহিদ উদ্দিন বাবুল, হাসান বিপুল, জাসাসের পৌর নেতা মাহবুবুর রহমান নয়ন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *