# নিজস্ব প্রতিবেদক :-
অধঃস্থন আদালত ও ট্রাইবুনালের সহায়ক কর্মচারীদের বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসেবে জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের দাবিতে কিশোরগঞ্জে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন হয়েছে। ৫ মে সোমবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের ব্যানারে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় নেতৃত্ব দেন সদরুল উল্লা, হেদায়েত হোসেন, আতিকুর রহমান, আকলিমা আক্তার, আইরিন আক্তার, প্রদীপ কুমার পাল, মাহবুবুর রহমান প্রমুখ। তাঁরা জানান, বিদ্যমান জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের প্রথম থেকে ষষ্ঠ গ্রেডের পরবর্তী সপ্তম থেকে ১২তম গ্রেডভুক্ত করে বিদ্যমান ব্লক পদ বিলুপ্ত করতে হবে। যুগোপযোগী পদ সৃজনপূর্বক যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়ন করতে হবে। দাবি না মানলে পরবর্তীতে নতুন কর্মসূচি দেওয়া হবে বলে নেতৃবৃন্দ জানিয়েছেন।