• রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিকলীতে পপির উদ্যোগে ডিজিটাল লিটারেসি কর্মশালা কুলিয়ারচরে মোটরসাইকেল কিনতে টাকার বায়না, যুবকের আত্মহত্যা কুলিয়ারচরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে থানায় মতবিনিময় সভা অনুষ্ঠিত বাজিতপুর উপজেলা বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন দোকানপাটে হামলার জেরে মাদক ব্যবসায়ীর বাড়িতে গ্রামবাসীর আগুন ভৈরবে জলাবদ্ধতায় অর্ধশতাধিক পরিবারের ভোগান্তি, রাস্তা সংস্কারের আশ্বাস ইউএনওর ইটভাটা মালিক সমিতির ৩০তম সাধারণ সভা কিশোরগঞ্জ বিএনপির সম্মেলন সভাপতির মনোনয়ন ৫০ হাজার সাধারণ সম্পাদক ৩০ হাজার টাকা ভৈরবে ৪৩ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার ও সহায়ক উপকরণ প্রদান কটিয়াদীতে ভাঙা সেতুর কারনে হাজার হাজার মানুষের চলাচলে দুর্ভোগ

ভৈরবে দুই ঘন্টা অবরোধে চলেনি একটি রিকশার চাকাও, যাত্রীদের চরম দুর্ভোগ

# মিলাদ হোসেন অপু :-
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য শহীদ মাওলানা রইস উদ্দীনের হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবিতে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার ঘোষিত অবরোধ কর্মসূচির অংশ হিসেবে ঢাকা-সিলেট ও ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়ক অবরোধ করা হয়েছে। আজ সোমবার (৫ মে) সকাল সাড়ে ৯টা থেকে ভৈরব দুর্জয়মোড় বাসস্ট্যান্ড এলাকা দিয়ে সারাদেশের সাথে যান চলাচল বন্ধ করে দেয় অবরোধকারীরা। এতে প্রায় ২ ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। আহলে সুন্নাত ওয়াল জমা’আতের নেতা-কর্মীরা সড়কে অবস্থান নিয়ে মাওলানা মুহাম্মদ রইস উদ্দিন হত্যার বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এ সময় ঢাকা-সিলেট মহাসড়কের সিলেট অভিমুখী যাত্রীবাহী বাস, মালবাহী ট্রাক, রোগী বহনকারী অ্যাম্বুলেন্স, বিদেশগামী যাত্রী, ছোট ছোট যাত্রীবাহী যানবাহন নরসিংদীর বারৈচা পর্যন্ত ১২ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। এদিকে ঢাকাগামী যানবাহন আটকা পড়ে ভৈরব বাসস্ট্যান্ড থেকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের তিন কিলোমিটার এলাকা পর্যন্ত। এছাড়া ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কেও দীর্ঘ যানজট লক্ষ্য করা যায়। এতে তাপদাহ গরমে গাড়িতে থাকা যাত্রীরা অতিষ্ট হয়ে পড়ে। কেউ কেউ অসুস্থ্য হয়ে পড়েছিল। এসময় চলতে দেয়া হয়নি মোটর সাইকেলসহ একটি রিকশাও।
ভৈরব ইসলামী ফ্রন্ট, ছাত্রসেনা ও আহলে সুন্নাত ওয়াল জামা’আতের আয়োজনে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন, আলহাজ্ব এ আই এম মাহবুব উল্লাহ আল কাদেরী, মাওলানা মুফতি হারুনুর রশিদ, মাওলানা আমির হেসেন রায়পুরী, মাওলানা হাসান বিল্লাহ্, মাওলানা মেশকাত রেজা, মাওলানা মোবাশ্বের হেসাইন, হাফেজ মাওলানা ওমর ফারুক কাদেরী, মাওলানা আলহাজ্ব আবু হানিফ বাদল, মাওলানা মুহাম্মদ বিল্লাল হোসেন মোজাহেদী, খন্দকার মুহাম্মদ অলিউল্লাহ্ কাদেরী, মাওলানা মুহাম্মদ মেশকাত রেজা কাদেরী, হাজী মুহাম্মদ রুবেল হোসেন, মাওলানা মুহাম্মদ রাসেল আত্তারী, মাওলানা মুহাম্মদ সাইফুল আমিন সালেহী, মওলানা সাইফুর রহমান শাহরিয়ার প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, কর্মসূচি দেবে কেন্দ্রীয় নেতারা বাস্তবায়নের দায়িত্ব আমাদের। আজ তিন ঘণ্টা মহাসড়ক অবরোধ ঘোষণা এসেছে আমরা পালন করেছি। আবার যদি দিনভর অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয় আমরা পিছপা হবো না। কাফনের কাপড় মাথায় নিয়ে আমাদের ভাই রইস উদ্দীনের হত্যাকারীদের বিচারের দাবীতে সকল ধরণের কেন্দ্রীয় কর্মসূচি পালন করে যাবো।
এদিকে ভোগান্তিতে থাকা ভারি যানের যাত্রীরা ও সাধারণ মানুষরা জানান আমরাও চাই যে কোন হত্যার বিচার হোক। কিন্তু অবরোধের নামে সাধারণ মানুষদের হয়রানি বন্ধ করতে হবে। যেখানে ঘটনা সেখানে অবরোধ করা হোক। মহাসড়ক ও ভৈরবে কেন। সরকারকে হরতাল অবরোধের নামে নৈরাজ্য বন্ধে সিদ্ধান্ত গ্রহণ করতে অনুরোধ জানান ভূক্তভোগীরা।
ভোগান্তিতে থাকা ভুক্তভোগী যাত্রী সৌদী আরব প্রবাসী মাজহারুল ইসলাম বলেন, ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা যাচ্ছি। বিকাল চারটায় আমার ফ্লাইট। আমার ভিসার মেয়াদও বেশি নেই। দুই ঘন্টা যাবত অবরোধে আটকে আছি। ফ্লাইট মিস হলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। ঢাকায় চিকিৎসা নিতে যাওয়া রোগী রেহানা বেগম বলেন, আমি দীর্ঘদিন চোখের সমস্যায় ভুগছি। ঢাকায় যাচ্ছি অপারেশন করতে। দুই ঘণ্টায় অবরোধে আটকা পড়ে আছি। এখন সঠিক সময়ে পৌঁছাতে পারবো কিনা জানি না। মনে হয় না আজকে ডাক্তার দেখাতে পারবো। ডাক্তার দেখাতে না পারলে অনেক সমস্যায় পড়ে যাবো।
এ সময় কথা হয় বাস চালক সবুজ মিয়ার সাথে। তিনি বলেন, আমি কাউন্টারের গাড়ি চালায়। ব্রাহ্মণবাড়িয়া থেকে ভৈরবে এসে আটকা পড়েছি। যাত্রীরা ভাড়া ফেরত চাইছে। না দিলে মারতে আসছে। অবরোধ তো আমাদের অনেক ক্ষতি করে দিচ্ছে। ভৈরবে এভাবে যান চলাচল বন্ধ ছাড়াও অন্যভাবে আন্দোলন করা যেত।
বেলা সাড়ে ১১টায় খবর পেয়ে ভৈরব সেনাবাহিনী ক্যাম্পের সদস্যরা এসে যান চলাচল স্বাভাবিক করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *