# উজ্জ্বল কুমার সরকার :-
বাংলার কৃষিতে লেগেছে আধুনিকতার ছোঁয়া। সময় বাঁচাতে ও খরচ কমাতে কৃষকরা এখন ঝুঁকছেন আধুনিক প্রযুক্তিনির্ভর চাষাবাদের দিকে। কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় এবার বোরো ধান কাটার মৌসুমে মাঠে নেমেছে হার্ভেস্টার মেশিন। মুহুর্তেই কাটা হচ্ছে ধান, সেই ধান সরাসরি পৌঁছে যাচ্ছে কৃষকের গোলায়। পাশাপাশি ধান মাড়াইয়ের জন্য ব্যবহার হচ্ছে অত্যাধুনিক মেশিন-যা একসাথে শত শত কেজি ধান প্রক্রিয়াজাত করছে দ্রুত গতিতে।
কিন্তু এই প্রযুক্তিগত সুবিধার আড়ালে চাপা পড়ছে একটি বড় বাস্তবতা। কাজ হারাচ্ছেন কৃষি শ্রমিকরা। যেসব পরিশ্রমী মানুষ বছরের এই সময়টিতে দিনরাত খেটে উপার্জন করতেন, তাদের এখন আর তেমন একটা ডাক পড়ছে না।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর উপজেলায় বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৮ হাজার ১৩০ হেক্টর। তেমন প্রাকৃতিক দুর্যোগ না থাকায় ভালো ফলন এসেছে।
মাঠের পাশে দাঁড়িয়ে হতাশ গলায় কথা বলছিলেন কৃষি শ্রমিক মো. রোকন মিয়া। তিনি বলেন, প্রতিবছর এই সময়ে ধান কাটার কাজ করে ছেলে-মেয়ের জামা কাপড়, সংসার চালাতাম। এখনতো মেশিনেই সব হয়ে যায়। আমাদের কেউ চায় না। তাই বাধ্য হয়ে এখন ঝাল মুড়ি বিক্রি করি।
শুধু রোকন মিয়াই নন, একই অবস্থা উপজেলার আরও অনেক শ্রমিকের। কেউ পাড়ি জমাচ্ছেন শহরে, কেউবা দেশ ছেড়ে পাড়ি দিচ্ছেন বিদেশে ভাগ্য পরিবর্তনের আশায়।
বিশেষজ্ঞরা বলছেন, কৃষিতে যন্ত্রের ব্যবহার সময়ের দাবি হলেও, এর প্রভাব পড়ছে কৃষি শ্রমিকদের জীবনে। এজন্য প্রয়োজন সরকারি পর্যায়ে পরিকল্পিত প্রশিক্ষণ ও কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ।
হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল এন্ড কলেজের কৃষি শিক্ষক মো. খাইরুল ইসলাম বলেন, প্রযুক্তি আমরা ঠেকাতে পারি না। কিন্তু প্রযুক্তির ছাপ যাদের জীবনে পড়ে তাদের জন্য বিকল্প পথ তৈরি করতে হবে। কৃষি শ্রমিকদের নিয়ে পুনঃপ্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন কার্যক্রম এখন অত্যন্ত জরুরী।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ একেএম শাহজাহান কবির জানান, মেশিন ব্যবহারে কৃষকের সময় ও খরচ দুটোই কমছে। এতে করে কিছু মানুষের জীবিকাও হুমকির মুখে পড়ছে। বিকল্প কর্মসংস্থানের দিকে নজর দিতে হবে।