হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল -পূর্বকণ্ঠ
# নিজস্ব প্রতিবেদক :-
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহবায়ক এনসিপির মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর ওপর ৪ মে রোববার সন্ধ্যায় গাজীপুরে হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল হয়েছে। রোববার রাতে আয়োজিত মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে নেতৃত্ব দেন জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক ইকরাম হোসেন ও সদস্য সচিব ফয়সাল প্রিন্সসহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ এই হামলার জন্য আওয়ামী ফ্যাসিবাদীদের দায়ী করে অবিলম্বের তাদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।