# নিজস্ব প্রতিবেদক :-
অষ্টগ্রামে দানকৃত জায়গায় জাইকা অফিস না করে খাস জমিতে নির্মাণ করা হয়েছে মর্মে সম্প্রতি সংবাদপত্রে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। জেলা প্রশাসকের কাছে আল-এমরান নামে এক ব্যক্তির লিখিত অভিযোগের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছিল। কিন্তু প্রতিবেদনের তথ্য সঠিক নয় মর্মে ওই জায়গার দাতা তিন ভাই মো. আব্দুল কাদির, মো. ফজলুল করিম বাদল ও মো. সালা উদ্দিন সোহেল আজ ৪ মে রোববার জেলা প্রশাসকের কাছে একটি লিখিত আবেদন জমা দিয়েছেন।
আবেদনে তারা লিখেছেন, শুধুমাত্র আমাদের হয়রানি ও সম্মান নষ্ট করার জন্য আল এমরানের মিথ্যা ও বানোয়াট প্রতিবেদনের ওপর ভিত্তি সংবাদপত্রে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। প্রকৃতপক্ষে দানকৃত ২২৪৭ নং দাগের জমি এবং জাইকা অফিসের ২২৩৬ নং দাগের জমির মালিক একই। তৎকালীন জাইকার সভাপতি ও সম্পাদক এবং উপজেলা স্থানীয় সরকার অফিস জমির মালিকদের সাথে কোন যোগাযোগ না করে জাইকার অফিসটি নির্মাণ করে। দানকৃত জমিটি এখনও পতিত আছে।
প্রতিবেদনে আমাদের ভূমি দস্যু হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এতে আমাদের মান সম্মানে আঘাত করা হয়েছে। আবেদনকারী আল-এমরানের সাথে আমাদের জায়গা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। সেই সূত্র ধরে আমাদের মান সম্মান নষ্ট করার চেষ্টা করেছে। তিনি আওয়ামী লীগের ইউনিয়ন কমিটির সহ-সভাপতি। আমাদের বাবার বড়ভাই দেওয়ান আলীর নামে হাইস্কুল রয়েছে। আর বাবা মো. সমির উদ্দিন আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জমি দান করেছেন এবং আমরা তিন ভাই জাইকা অফিসের নামে ৬ শতাংশ জমি দান করেছি। সুতরাং আমরা ভূমি দস্যু নই। আবেদনে আল-এমরানের অভিযোগের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।