# মোস্তফা কামাল :-
কিশোরগঞ্জে একটি শত বছরের সরকারি খাল দখল করে নিচ্ছেন জিল্লুর রহমান নামে এক প্রভাবশালী ব্যক্তি। পাশেই তার একটি ফিশারি। এর সাথে খালটি মিশিয়ে ফেলার লক্ষ্যে খালের দুই মাথায় বাঁধ দিয়েছেন। এক পর্যায়ে খালের একটি পাড় কেটে সেটি ফিশারির সাথে মিশিয়ে ফেলার পায়তারা করছেন বলে এলাকাবাসীর অভিযোগ। স্থানীয় চেয়ারম্যান, মেম্বারসহ এলাকাবাসী ওই ব্যক্তিকে ডেকে বারণ করার পরও তিনি নিবৃত্ত হচ্ছেন না। ঘটনাটি ঘটছে সদর উপজেলার দানাপাটুলি ইউনিয়নের গাগলাইল এলাকায়।
১ মে বৃহস্পতিবার এলাকায় গিয়ে দেখা গেছে, মাঠেরবাজার-কালিয়ারকান্দা সড়কে একটি কালভার্ট রয়েছে। এর মধ্যে দিয়ে সড়কের উত্তরের এলাকার পানি আলোচিত খালটির মাধ্যমে দক্ষিণ দিকের বিলে নেমে যায়। চাষাবাদের সময় খালটি সেচেরও কাজে লাগে। খালের পূর্ব পাশেই রয়েছে এলাকার জিল্লুর রহমানের ফিশারি। তিনি ইদানিং খালের উত্তর ও দক্ষিণ দিকে ফিশারির সীমানা বরাবর খালের ফিশারি লাগোয়া পাড় কেটে বাঁধ নির্মাণ করেছেন। এর ফলে খালের একটি বড় অংশের সাথে জিল্লুর রহমানের ফিশারির একটি সংযোগ তৈরি হয়ে গেছে। এলাকায় বড় কোন প্রতিক্রিয়া না হলে পুরো পাড়টি কেটে খালটি দখল করে ফিশারিটি সম্প্রসারিত করে ফেলবেন বলে এলাকাবাসী আশঙ্কা করছেন।
এলাকার বীর মুক্তিযোদ্ধা নূরুল হক ভূঁইয়া, দানাপাটুলি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বার আকরাম হোসেন, সাবেক মেম্বার হুমায়ুন কবির উথান ও ব্যবসায়ী সায়েম উদ্দিন জানিয়েছেন, এই খালটি বৃটিশ আমলের। সরকারি উদ্যোগে এযাবত যতবার দেশে ভূমি জরিপ হয়েছে, ততবারই খালটি সরকারি সম্পত্তি হিসেবে রেকর্ডভুক্ত হয়েছে। এক সময় এই খালে বর্ষাকালে শত শত মানুষ জাল নিয়ে মাছ শিকার করতেন। এই খালটি ছিল এই এলাকার বিল ও ফসলি মাঠের প্রাণ। কিন্তু জিল্লুর রহমান গায়ের জোরে খালটির পাড় কেটে বাঁধ দিয়ে দখলের পায়তারা করছেন। এখন প্রবল বৃষ্টিপাত হলে দক্ষিণের এলাকার পানি নামতে পারবে না, চরম জলাবদ্ধতা তৈরি হবে। তাঁরা জিল্লুর রহমানকে বার বার নিষেধ করার পরও তিনি নিবৃত্ত হচ্ছেন না। তাঁরা এলাকাবাসীকে নিয়ে জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে গিয়ে নালিশ করবেন বলেও জানিয়েছেন।
দানাপাটুলি ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া জানিয়েছেন, তিনি জিল্লুর রহমানকে ইউনিয়ন ভবনে ডেকে মেম্বারদের নিয়ে জিল্লুর রহমানকে খালে বাঁধ না দেওয়ার জন্য নিষেধ দিয়েছেন। তিনি কিছুতেই নিষেধ শুনছেন না। দখলদার জিল্লুর রহমানের মোবাইল ফোনে একাধিকবার ফোন করলেও তিনি সাড়া দেননি।
এ ব্যাপারে সদর উপজেলার নির্বাহী অফিসার মো. এরশাদ মিয়ার সাথে কথা বললে জানান, তিনি ভূমি অফিসের নায়েবকে সরেজমিনে খালটি দেখার জন্য পাঠাবেন। দখলের সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।