এই মিষ্টির বাক্সেই পাওয়া যায় মৃত শিশুটিকে -পূর্বকণ্ঠ
# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে মিষ্টির বাক্সে পরিত্যক্ত অবস্থায় একটি অপরিণত শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গর্ভপাতের মাধ্যমে ছেলে শিশুটির জন্ম দিয়ে মৃত অবস্থায় ফেলে রাখা হয়েছিল বলে ধারণা করছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন।
আজ ২৭ এপ্রিল রোববার দুপুরে শহরের গাইটাল এলাকার ফার্মের মোড়ের ডাস্টবিনের পাশে মিষ্টির বাক্সে মৃত শিশুটিকে দেখে এলাকাবাসী থানায় খবর দিলে পুলিশ গিয়ে শিশুটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। বেওয়ারিশ হিসেবে শিশুটিকে পৌর গোরস্থানে দাফন করা হয়েছে বলে জানিয়েছেন ওসি আব্দুল্লাহ আল মামুন।