# আফসার হোসেন তূর্জা:-
ডাকাতির প্রস্তুতিকালে চার চিহ্নিত ডাকাতকে চাকুসহ গ্রেপ্তার করেছে ভৈরবে থানা পুলিশ। ২৪ এপ্রিল বৃহস্পতিবার মধ্যরাতে তাদেরকে পৌর শহরের জগন্নাথপুরের কমলার মোড়ের পাকা রাস্তার উপর থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- ভৈরব উপজেলার শম্ভুপুরের জরুর মোড় এলাকার ডাকাত গোলাম মোস্তফা মুস্তাইলার ছেলে ডাকাত মোহাম্মদ আলী লিটন মোল্লা (৪৩), পৌর শহরের ঘোড়াকান্দা এলাকার সিদ্দিক মিয়ার ছেলে ফয়সাল আলম দিপু (৩২), ভৈরবপুর উত্তরপাড়ার স্টেডিয়াম মোড় এলাকার কামাল মিয়ার ছেলে হাবিবুল্লাহ আলিফ (২২) ও ফাঁড়ি রঘুনাথপুর এলাকার শহর আলীর ছেলে আব্দুর রহিম (২৬)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতিকালে জগন্নাথপুরের কমলার মোড়ের পাকা রাস্তা এলাকায় ভৈরব থানার এসআই এমদাদুল কবির এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টাকালে চার ডাকাতকে গ্রেপ্তার করা হয়। ডাকাতদের সঙ্গে থাকা আরও ২/৩ জন ডাকাত পালিয়ে যায়। এদিকে গ্রেপ্তারকৃত ডাকাতদের তল্লাশি করে তাদের প্রত্যেকের কাছ থেকে একটি করে সুইচ গিয়ার (চাকু) ও একটি লোহার রড পাওয়া যায়।
এ বিষয়ে ভৈরব থানার এসআই এমদাদুল কবির বলেন, ভৈরবে ছিনতাই ও ডাকাতি নিয়ন্ত্রণ করার লক্ষে পুলিশ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদে আমি জানতে পারি একদল ডাকাত ডাকাতির জন্য জগন্নাথপুরের কমলার মোড় এলাকায় প্রস্তুতি নিচ্ছে। বিষয়টি জানার পর তাৎক্ষণিক ভৈরব থানার অফিসার ইনচার্জ স্যারের নির্দেশনায় আমার নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে গিয়ে অভিযান পরিচালনা করি। এসময় চিহ্নিত ৪ ডাকাতকে আটক করতে সক্ষম হই। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ওই ডাকাতদের সাথে থাকা আরো কয়েকজন সহযোগী পালিয়ে যায়। জিজ্ঞাসাবাদে আটককৃত ডাকাতরা ডাকাতি ও ছিনতাইয়ের প্রস্তুতির কথা স্বীকার করে বলেন, ভৈরব জগন্নাথপুর এলাকায় সাধারণ পথচারীদের চাকু দিয়ে ভয় দেখিয়ে তাদের মোবাইল, নগদ টাকা স্বর্ণালংকার ও মূল্যবান দ্রব্যাদি ডাকাতি করে ছিনিয়ে নেয় তারা। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।