# নিজস্ব প্রতিবেদক :-
গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেছেন, ৫ আগস্টের পর সমন্বয়কদের বিতর্কিত ভূমিকা তাদের অর্জনকে ম্লান করেছে। তিনি দুর্নীতির অভিযোগ ওঠা এনসিপি নেতা গাজী সালাহ উদ্দিন তানভীরকে আটক করে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছেন। করিমগঞ্জে উপজেলা যুব অধিকার পরিষদের উদ্যোগে গণহত্যার বিচার, আওয়ামী লীগ ও দোসরদের রাজনীতি নিষিদ্ধ, ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করাসহ বিভিন্ন দাবিতে ২৪ এপ্রিল বৃহস্পতিবার আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে আবু হানিফ এসব কথা বলেন।
করিমগঞ্জ কলেজ গেট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ডাকবাংলোর সামনে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা যুব অধিকার পরিষদের আহবায়ক অধ্যক্ষ সামসুল আলমের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন, যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক সুমন তালুকদার, জেলা গণ অধিকার পরিষদের সাবেক যুগ্ম-আহবায়ক অভি চৌধুরী, জেলা যুব অধিকার পরিষদের সভাপতি সোহাগ মিয়া প্রমুখ।
সমাবেশে আবু হানিফ আরও বলেন, সমন্বয়করা ৫ আগস্টের পর বিভিন্ন জায়গায় তদবির, টেন্ডার বাণিজ্যসহ নানা বিতর্কিত কাজে যুক্ত হয়ে জুলাই আন্দোলনের অর্জনকে ম্লান করেছে। সমন্বয়ক পরিচয়ে সচিবালয়ে ডিসি নিয়োগের বিতর্কে জড়িয়েছেন এনসিপির মুখ্য সদস্য সচিব গাজী সালাহ উদ্দিন তানভীর। তিনি এনসিটিবির ৪শ’ কোটি টাকার দুর্নীতির সাথেও যুক্ত। তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সরকারের উচিত তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা। জিজ্ঞাসাবাদ করলে অনেক রাঘববোয়ালের নাম বেরিয়ে আসবে। তিনি গণহত্যার বিচারে সরকারের অনিহারও অভিযোগ করেছেন। তিনি বলেন, কৃষকরা পরিশ্রম করে ধান আবাদ করেন। কিন্তু ন্যায্য মূল্য পান না। ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করার জন্যও তিনি সরকরের প্রতি দাবি জানিয়েছেন।