# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসকের অবহেলায় এক রোগীর মৃত্যু অভিযোগ পাওয়া গেছে। কর্তৃপক্ষ অভিযোগের প্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করেছে। ২৪ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে হাসপাতালের পঞ্চম তলার ৫০৫৯ নম্বর কেবিনে আব্দুস সোবহান দুলাল (৬৫) নামে এক রোগীর মৃত্যুর এ অভিযোগ পাওয়া গেছে।
রোগীর ছেলে মাসুদ হেলাল কামাল জানান, ২১ এপ্রিল সোমবার সকালে পেটের ব্যথা নিয়ে তাড়াইল উপজেলার রাউতি ইউনিয়নের চেঙ্গুরিয়া গ্রামের আব্দুস সোবহান দুলাল এ হাসপাতালে ভর্তি হন। পরদিন থেকে তিনি সুস্থ হতে শুরু করেন। কিন্তু ২৪ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে অবস্থার অবনতি হলে স্বজনরা কর্তব্যরত নার্সদের খোঁজ করেও পাননি। দীর্ঘ সময় পর একজন নার্স এসে অক্সিজেন দেওয়ার সাথে সাথেই রোগী মারা যান। এ ঘটনায় স্বজনরা উত্তেজিত হয়ে উঠলে তাদের হাসপাতালের পরিচালকের কক্ষে আটকে রাখা হয়। তারা ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। এ ঘটনায় রোগীর ছেলে মাসুদ হেলাল কামাল হাসপাতালের পরিচালকের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের তদন্ত করার জন্য নেফ্রলজি (কিডনি বিষয়ক) বিভাগের নেতৃত্বে একটি কমিটি করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের সহকারী পরিচালক ডা. নাসিরুজ্জামান সেলিম।
এ বিষয়ে হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. হেলিশ রঞ্জন সরকার বলেন, ওই রোগীর দু’টি কিডনিতেই সমস্যা ছিল। এছাড়া ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে তিনি আক্রান্ত ছিলেন। এ ধরনের জটিল রোগীর যে কোন সময় মৃত্যু হতেই পারে। তার পরও যেহেতু লিখিত অভিযোগ হয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হবে।