• রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৬ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিকলীতে পপির উদ্যোগে ডিজিটাল লিটারেসি কর্মশালা কুলিয়ারচরে মোটরসাইকেল কিনতে টাকার বায়না, যুবকের আত্মহত্যা কুলিয়ারচরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে থানায় মতবিনিময় সভা অনুষ্ঠিত বাজিতপুর উপজেলা বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন দোকানপাটে হামলার জেরে মাদক ব্যবসায়ীর বাড়িতে গ্রামবাসীর আগুন ভৈরবে জলাবদ্ধতায় অর্ধশতাধিক পরিবারের ভোগান্তি, রাস্তা সংস্কারের আশ্বাস ইউএনওর ইটভাটা মালিক সমিতির ৩০তম সাধারণ সভা কিশোরগঞ্জ বিএনপির সম্মেলন সভাপতির মনোনয়ন ৫০ হাজার সাধারণ সম্পাদক ৩০ হাজার টাকা ভৈরবে ৪৩ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার ও সহায়ক উপকরণ প্রদান কটিয়াদীতে ভাঙা সেতুর কারনে হাজার হাজার মানুষের চলাচলে দুর্ভোগ

ভৈরবে হাঁস চুরির অভিযোগে মারধর, যুবকের রহস্য জনক মৃত্যু

#মিলাদ হোসেন অপু :-
ভৈরবে হাঁস চুরির অভিযোগে মারধরের ঘটনায় যুবকের রহস্য জনক মৃত্যুর খবর পাওয়া গেছে। পরিবারের অভিযোগ পিটিয়ে ইঁদুরের ট্যাবলেট খাওয়ানোর পর অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে। প্রতিপক্ষের দাবি মায়ের বকাবকিতে নিজ ঘরে ইঁদুরের ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে। আজ ২৪ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের কালিপুর নয়াহাটি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক জনি মিয়া (১৯) ওই এলাকার জয়নাল মিয়ার ছেলে। অভিযুক্তরা হলেন প্রতিবেশী হারুণ মিয়ার ছেলে আল আমিনসহ তার সাঙ্গপাঙ্গরা।
স্থানীয়রা জানান, ২৩ এপ্রিল বুধবার রাতে হারুণ মিয়ার ঘরের ৭টি হাঁস চুরি হয়। সকালে জনির মাধ্যমে হাঁস উদ্ধার হলেও হাঁস চুরির ঘটনায় কয়েকজন যুবক জনিকে মারধর করে। পরে জনি বাড়িতে গিয়ে বমি করে। পরক্ষণে তার মার চিৎকার চেঁচামেচি করে ছেলেকে হাসপাতালে নিয়ে গেলে জনির মৃত্যু হয়। জনি পরিবারে চার ভাই বোনের মধ্যে একমাত্র ছেলে। জনি বাড়ির পাশে একটি বস্তার গুদামে কাজ করতো। সে মাদকাসক্ত ছিল।
এ বিষয়ে অভিযুক্ত আল আমিনের মা মরিয়ম বেগম বলেন, রাতে আমার ঘরের হাঁস চুরি হলে সকালে জানতে পারি জনি চুরির সাথে জড়িত আছে। সাথে বলাই নামের এক চোরও রয়েছে। জনির দেয়া তথ্যমতে আমার চুরি হওয়া ৭টি হাঁস ২ হাজার টাকার বিনিময়ে উদ্ধার করি। এলাকার মানুষ জনিকে মারধর করলে আমার স্বামী হারুণ মিয়া তাকে উদ্ধার করে আমাদের বাড়িতে নিয়ে আসে। পরে সে তাদের বাড়ি চলে যায়। জনির মা তাকে গালমন্দ করলে জনি আত্মহত্যা করতে বুলেট ট্যাবলেট খেয়ে ফেলে। আমার পরিবারসহ স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে শুনি জনি মারা গেছে।
নিহত জনির মা জামিনা বেগম বলেন, হারুন মিয়ার ছেলে আল আমিনের হুকুমে আমার ছেলেকে মারধর করে ইঁদুরের ট্যাবলেট খাওয়ানো হয়েছে। আমার ছেলে ঘরে এসে বমি করে অচেতন হয়ে গেলে স্থানীয়দের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়। আমার ছেলে হাঁস চুরি করেনি। আমার ছেলে চোর দেখেছিল বলে চোরকে ধরিয়ে দিয়েছে। এটাই আমার ছেলের অপরাধ। আমার ছেলে দিন রাত বস্তার গুদামে কাজ করতো। তারা আমার ছেলেকে মেরে ফেলছে আমি এর বিচার চাই।
এ বিষয়ে ভৈরব থানা পুলিশের উপ-পরিদর্শক তোফায়েল আহমেদ জানান, কালিপুর গ্রামে একটি অপমৃত্যুর খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি। প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশের ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *